scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Monsoon Forecast 2022 : কয়েকটি জেলায় ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস, রাজ্যে বর্ষা কবে?

প্রতীকী ছবি
  • 1/7

রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি। আগামী ৩ থেকে ৫ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও জলপাইগুড়ির সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

প্রতীকী ছবি
  • 2/7

তারমধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী এবং দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া। 

আরও পড়ুনএই একটি রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব ১৫ দিন, ক্ষতির শঙ্কা

প্রতীকী ছবি
  • 3/7

আর উত্তরবঙ্গের (North Bengal) নিচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও (South Bengal)। হাওয়া অফিস বলছে, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় হতে পার বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। 

প্রতীকী ছবি
  • 5/7

সঙ্গে বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। 

প্রতীকী ছবি
  • 6/7

আর বাকি জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। 

প্রতীকী ছবি
  • 7/7

ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও (Kolkata)। অন্যদিকে এখনও পর্যন্ত যে পরিস্থিতি তাতে বর্ষা এগিয়ে আসতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। একইসঙ্গে আপাতত দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামানে বর্ষা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 
 

Advertisement