অর্থাৎ আগামী চার পাঁচ দিন এরকমই আবহাওয়া থাকবে। বলে রাখা ভালো আগামী ৩-৪ দিনের মধ্যেই কালীপুজো ও ভাইফোঁটা। এই দুই দিনে শীতের আমেজ একইরকম থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় আজ সকালে স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম তাপমাত্রা ছিল। উত্তরবঙ্গেও তাপমাত্রার কোনও হেরফের হয়নি।
রবিবার হাওয়া অফিস জানিয়েছিল, খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা হবে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে।
গত বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সেই তাপমাত্রা নেমে হয় ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।