scorecardresearch
 
Advertisement
কলকাতা

West Bengal Weekly Weather Forecast: নতুন সপ্তাহে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে; কবে, কোন কোন জেলায়?

West Bengal Weather heavy rain prediction
  • 1/9

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। বেলায় নামল বৃষ্টি। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন।

West Bengal Weather heavy rain prediction
  • 2/9

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। তাঁর অবস্থান দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
 

West Bengal Weather heavy rain prediction
  • 3/9

হাওয়া অফিস জানিয়েছে,ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Advertisement
West Bengal Weather heavy rain prediction
  • 4/9

সোমবার থেকে ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

West Bengal Weather heavy rain prediction
  • 5/9

মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। এছাড়া আশেপাশের জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

West Bengal Weather heavy rain prediction
  • 6/9

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

West Bengal Weather heavy rain prediction
  • 7/9

নিম্নচাপের দোসর হয়েছে ভরা কোটাল। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। উপকূল তীরবর্তী এলাকাগুলিতে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

Advertisement
West Bengal Weather heavy rain prediction
  • 8/9

পূর্ণিমার কোটালে দিঘায় বাড়ছে জলোচ্ছ্বাস। নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ৩৫ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

West Bengal Weather heavy rain prediction
  • 9/9

বলে রাখি,কয়েক দিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গ। টানা ভারী বৃষ্টিও হয়েছে।    
 

Advertisement