রবিবার সকাল থেকে কখনও রোদ কখনও মেঘলা। এ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সেটা সাময়িক স্বস্তি। ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে পারে বর্ষা। যার অপেক্ষায় কাটছে দক্ষিণবঙ্গবাসীর। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শীঘ্রই শেষ হচ্ছে সেই প্রতীক্ষা।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে৷ এর মধ্যে আছে বিহার এবং উত্তরবঙ্গও। তার প্রভাবে বিকেল এবং সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে ১৫ জুন পর্যন্ত।
রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। আগামী পাঁচ দিন এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
আগামী ৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার খুব একটা কমবে না। তার পর ২-৪ ডিগ্রি পারদ নামতে পারে।