scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Monsoon Update: আসছে বর্ষা, আজ ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

তীব্র ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে দক্ষিণবঙ্গবাসী
  • 1/7

West Bengal Weather: তীব্র ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে দক্ষিণবঙ্গবাসী। বর্ষার আগমনের অপেক্ষায় সকলেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শিগগিরই প্রতীক্ষার অবসান হতে চলেছে।
 

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে পা রাখবে বর্ষা
  • 2/7

খুশির খবর জানিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে পা রাখবে বর্ষা।
 

উত্তরবঙ্গে চলছে বর্ষার বৃষ্টি
  • 3/7

উত্তরবঙ্গে চলছে বর্ষার বৃষ্টি। সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 
 

Advertisement
মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস
  • 4/7

মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

কী অবস্থা থাকবে কলকাতার?
  • 5/7

কী অবস্থা থাকবে কলকাতার? কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 
 

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা
  • 6/7

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
 

আগামী দু-তিন দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন দেখা যাবে না
  • 7/7

আগামী দু-তিন দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন দেখা যাবে না। আপাতত ভ্যাপসা গরম থেকেও নিস্তার নেই।

Advertisement