জাঁকিয়ে শীত না পড়লেও ঠান্ডার আমেজ এসে গিয়েছে বঙ্গে। আর শীতকাল মানেই বাজারের ব্যাগ ভর্তি সবুজ সতেজ শাকসবজি (Winter Vegetables)।
ফুলকপি, বাধাকপি, বিট, গাজর, মুলো, পালং শাক সহ আরও কত কী। এককথায় বলতে গেলে শীতকালীন সবজির জন্য যেন অপেক্ষা করে বসে থাকেন ভোজনরসিকরা।
কিন্তু এবছর অতিবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শাকসবজির চাষ। পুজোর আগে বর্ষার মরশুমে এইবছর যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে চাষের প্রভূত ক্ষতি হয়েছে বলেই জানাচ্ছেন চাষিরা।
এমনকী শীতের আমেজের মাঝেও বৃষ্টি পিছু ছাড়েনি বঙ্গের। গত দু-তিনদিনেও বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
ক্ষতির মুখে পড়েছে কপিচাষও। বৃষ্টিতে পচে নষ্ট হয়ে গিয়েছে প্রচুর পরিমান কবি। অন্যান্য শাকসবজির চাষেও কার্যত একই অবস্থা।