scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast:মেঘ কাটতেই শীতের আমেজ, সপ্তাহান্তে ফের বাড়তে পারে তাপমাত্রা

Weather Forecast
  • 1/7

দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গের ওপর থেকে। পরিষ্কার হচ্ছে আকাশ। আজ, মঙ্গলবার সকালের আকাশে হালকা মেঘের আনাগোনা থাকলেও রাতের দিক থেকে আকাশ আরও পরিষ্কার হয়ে উঠবে। সেইসঙ্গে কমে যাবে জলীয় বাষ্পের পরিমাণও। 
 

Weather Forecast
  • 2/7

ফলে ফের দাপট দেখানো শুরু করবে উত্তুরে হাওয়া। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ হেমন্তের আমেজ নিতে পারবেন। 
 

Weather Forecast
  • 3/7

হাওয়া অফিস বলছে আগামী চার-পাঁচদিন মনোরম পরিবেশ থাকবে বাংলায়। বৃষ্টির সম্ভাবনা নেই। হেমন্তের আবহাওয়া দেখা যাবে।
 

Advertisement
Weather Forecast
  • 4/7

এদিকে শহরে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। গতকাল সোমবার যেখানে ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস আজ মঙ্গলবার সেটা হয়েছে ২৯ ডিগ্রি  সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা ক্রমশ কমবে।

Weather Forecast
  • 5/7

পুবালি হাওয়ার দাপট কমতেই উত্তুরে হাওয়া বইছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাসে ঢুকতেই তাপমাত্রা নামছে। 

Weather Forecast
  • 6/7

শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া থাকলে ও সপ্তাহান্তে জলীয় বাষ্প ঢুকতে পারে। তখন পুবালি হাওয়ার দাপট আবার বাড়বে। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা।
 

Weather Forecast
  • 7/7

বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ অন্ধপ্রদেশের অভিমুখে এগোচ্ছে। এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে এই পূবালি হাওয়ার দাপট বাড়তে পারে।
 

Advertisement