scorecardresearch
 

Abhishek On Suvendu: 'কয়লা পাচারে অভিযুক্তের সঙ্গে ফোনে কথা শুভেন্দুর', বিস্ফোরক অভিষেক

অভিষেকের দাবি, ফোনে কেসটা দেখে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কাছে অডিওক্লিপ রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Advertisement
শুভেন্দু অধিকারী-অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী-অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের।
  • অভিযোগ ওড়ালেন বিরোধী দলনেতা।

কয়লা পাচার মামলায় ফেরার অভিযুক্তের সঙ্গে ৮ মাস আগে কথা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ফোনে কেসটা দেখে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কাছে অডিওক্লিপ রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

কয়লা পাচার-কাণ্ডে ফেরার অভিযুক্ত বলতে বিনয় মিশ্রকে বুঝিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর সঙ্গে অভিষেকের যোগ রয়েছে বলে বহুবার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এ দিন অভিষেক বলেন,আমি জোর দিয়ে বলছি কয়লা পাচারে ফেরার প্রধান অভিযুক্তর সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে। ৮ মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে দ্বীপ রাষ্ট্রে থাকা ফেরার অভিযুক্তের। সেই কথাবার্তার অডিও ক্লিপ আমি শুনেছি। শুভেন্দু বলেছেন তোমার কেস আমি দেখে নেব। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন।' 

বিষয়টি কি ইডিকে জানিয়েছেন? অভিষেক বলেন,'আমি নাম করে বলছি, কোর্টে আমার নামে অভিযোগ করুন। আমি ওই ক্লিপিং জমা দিয়ে দেব। এক সাংবাদিকের কাছে অডিও ক্লিপ রয়েছে। তিনি যখন জনসমক্ষে আনতে চাইবেন আনবেন। আর যদি তার আগে আমার বিরুদ্ধে মামলা হয় তখন আমি আনব।'

অভিষেকের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়,'বিনয় মিশ্রকে উনি তৃণমূল যুবার ভাইস প্রেসিডেন্ট করেছিলেন। সাধারণ সম্পাদক করেছিলেন যুবর। আমার ফোন নম্বর থেকে এই ধরনের চোরেদের কোনও কথা হয়ে থাকলে প্রমাণ দিন। খালি মুখে আওয়াজ!'

আরও পড়ুন- এটা গরু-কয়লা পাচার দুর্নীতি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি: অভিষেক

Advertisement