scorecardresearch
 

অসুস্থ অনুব্রত, CBI-হাজিরার আগে হাইকোর্টের দ্বারস্থ

ইলামবাজারে বিজেপি (BJP) কর্মীর খুনের ঘটনায় আগামিকাল সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার কথা অনুব্রত মণ্ডলের। এর আগে গত শুক্রবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তরফে। তবে সেদিনও হাজিরা দিতে পারেননি তিনি। অসুস্থতার জন্যই হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছিলেন অনুব্রত। 

Advertisement
অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল
হাইলাইটস
  • বিজেপি কর্মী খুনে অনুব্রতকে তলব সিবিআই-এর
  • আগামিকাল হাজিরার কথা
  • তার আগেই হাইকোর্টে তৃণমূল নেতা

ভোট পরবর্তী হিংসার মামলায় আগামিকাল বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) হাজিরার জন্য তলব করেছে সিবিআই (CBI)। আর ঠিক তার আগেই বুধবার হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। সিবিআই-এর তরফে তাঁর বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয় সেই বিষয়ে রক্ষাকবচ চেয়েই হাইকোর্টে আবেদন জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। একইসঙ্গে তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন অনুব্রত। আগামিকালই মামলার শুনানির সম্ভাবনা। 

ইলামবাজারে বিজেপি (BJP) কর্মীর খুনের ঘটনায় আগামিকাল সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার কথা অনুব্রত মণ্ডলের। এর আগে গত শুক্রবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তরফে। তবে সেদিনও হাজিরা দিতে পারেননি তিনি। অসুস্থতার জন্যই হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছিলেন অনুব্রত। 

এদিকে মঙ্গলবারই কলকাতায় (Kolkata) পৌঁছেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠক চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। যার জেরে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এর উডবার্ন ব্লকে। সেখানে তাঁকে দেখেন চিকিৎসকেরা। ফুসফুস বিশেষজ্ঞ সোমনাথ কুণ্ডুও অনুব্রত মণ্ডলকে পরীক্ষা করে দেখেন। তবে তাঁর ফুসফুসে তেমন কোনও সমস্যা নেই বলেই জানা যাচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএম থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল জানান, অসুস্থ বোধ করছিলেন বলেই হাসপাতালে যাওয়া। একইসঙ্গে তাঁর হাই প্রেসার রয়েছে বলেও জানা বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি।

আরও পড়ুন -  Jio Phone 5G স্মার্টফোনের ফিচার-স্পেসিফিকেশন লিকড! দাম কত হতে পারে?

Advertisement