সে বার শাহ, এ বার অভিষেক, মধ্যাহ্নভোজে রাজীব 'কমন ফ্যাক্টর'

ভোট পরবর্তী বাংলায় অনেক কিছুই বদলেছে। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার ঢল নেমেছে। সেই দলে সামিল হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তাই ভোটের আগে অমিত শাহরে পাশে বসে মধ্যাহ্নভোজ করা রাজীবকে এখন দেখা যাচ্ছে ত্রিপুরায় অভিষেকের সঙ্গে বসে দুপুরের আহার সারতে।

Advertisement
সে বার শাহ, এ বার অভিষেক, মধ্যাহ্নভোজে রাজীব 'কমন ফ্যাক্টর'ত্রিপুরায় তৃণমূলের পর্যবেক্ষক হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ডোমজুড়ে অমিত শাহরে সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে দেখা গিয়েছিল
  • এবার অভিষেকের পাশে বসে খেলেন দুপুরের খাবার
  • ত্রিপুরায় তৃণমূলের পর্যবেক্ষক হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরা সফরে গিয়েছেন তৃণূল কংগরেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সফরে গিয়ে নতুন এক অবতারে দেখা গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে। রবিবার তেলিয়ামুড়ায় এক দলীয় কর্মীর বাড়িতে বসে মধ্যাহ্নভোজ সেরেছেন অভিষেক। এই নিয়েই বিজেপি নেতারা খোঁচা দিতে শুরু করেছেন। গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সবাপতি দিলীপ ঘোষ বলছেন, বিজেপিকেই অনুসরণ করছে তৃণমূল। তাঁর বলার যথেষ্ট কারণও রয়েছে, কারণ বাংলায় একুশের নির্বাচনে এই ছবি দেখা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে ভোট প্রচারে এসে দেখা যত আদিবাসীর বাড়িতে বা কোনও সাধারণ বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে। ভোট পরবর্তী বাংলায় অনেক কিছুই বদলেছে। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার ঢল নেমেছে। সেই দলে সামিল হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তাই ভোটের আগে অমিত শাহরে পাশে বসে মধ্যাহ্নভোজ করা রাজীবকে এখন দেখা যাচ্ছে ত্রিপুরায় অভিষেকের সঙ্গে বসে দুপুরের আহার সারতে।

ডোমজুড়ে ভোটপ্রচারে শাহের পাশে রাজীব
এবারের বিধানসভা ভোটে বিজেপির হয়ে ডোমজুড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীবের হয়ে প্রচার করতে ডোমজুড়ে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেবার পেশায় ভ্যানরিকশাচালক শিশির সানার বাড়িতে  মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ।  স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য রুটি, ভাত, লালশাক ভাজা, সবজি ডাল, আলু-ঢেঁড়স ভাজা, এঁচড়ের তরকারি, পটল পোস্ত, আমের চাটনি, পাঁপড় ভাজার আয়োজন করেছিলেন শিশির। সেবার রাজীবকে দেখা গিয়েছিল অমিতশাহের পাশে বসে দুপুরের আহার সারতে।

 

 

ত্রিপুরায় অভিষেকের পাশে রাজীব
জনসংযোগ বাড়াতে রবিবার ত্রিপুরায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তেলিয়ামুড়ায় এক দলীয় কর্মী অনির্বাণ সরকারের বাড়িতে ওইদিন মধ্যাহ্নভোজ সারেন তিনি। মাটির পাত্রে  খাওয়াদাওয়া করতে দেখা যায় অভিষেককে। তৃণমূল সূত্রে খবর, পাত পেড়েই খাওয়াদাওয়া করেছেন অভিষেক। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, দেশি মুরগির পকোড়া, ইলিশ পাতুরি, পায়রার রোস্ট, আম-খেজুরের চাটনি, টক দই। তেলিয়ামুড়ায় দলীয় কর্মীর বাড়িতে তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে দেখা যায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরায়  দলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়কেও।

Advertisement

 

 

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের আগেই দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাড়েন রাজীব। ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে  ভোটে লড়েন রাজীব। কিন্তু শিবির বদল কড়ায় জনগণের সমর্থনও হারান তিনি। হেরে যান ভোটে। দল বদলের ঠিক ৯ মাস পরে ত্রিপুরাতে গিয়েই ফের তৃণমূল যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। 
 

POST A COMMENT
Advertisement