scorecardresearch
 

Arijit Singh: অরিজিতের শো বাতিল! 'আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে', বললেন ফিরহাদ, 'গেরুয়া' তোপ বিজেপির 

ফিরহাদ বলেন, 'ওই সময় জি-২০ সম্মেলন রয়েছে শহরে। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে প্রতিনিধিরা আসবেন। কিন্তু যদি অরিজিতের শো হয়, সেখানে হাজার হাজার দর্শক আসবেন। তাই আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কাতেই পুলিশ অনুমতি দেয়নি। কলকাতার (Kolkata) মেয়র।

Advertisement
ইকোপার্কে শো বাতিল অরিজিতের ইকোপার্কে শো বাতিল অরিজিতের
হাইলাইটস
  • আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কাতেই ইকো পার্কে অরিজিৎ সিং-এর লাইভ শো-এর অনুমতি দিচ্ছে না বিধাননগর পুলিশ।
  • ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র সন্ধেয় ইকো পার্কে বাতিল অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট।

 আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কাতেই ইকো পার্কে অরিজিৎ সিং-এর লাইভ শো-এর অনুমতি দিচ্ছে না বিধাননগর পুলিশ। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র সন্ধেয় ইকো পার্কে বাতিল অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট। ভিড় নিয়ন্ত্রণে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের। বুধবার কলকাতা পুরসভায় এ তথ্য জানিয়েছেন মেয়র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ফিরহাদ বলেন, 'ওই সময় জি-২০ সম্মেলন রয়েছে শহরে। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে প্রতিনিধিরা আসবেন। কিন্তু যদি অরিজিতের শো হয়, সেখানে হাজার হাজার দর্শক আসবেন। তাই আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কাতেই পুলিশ অনুমতি দেয়নি। কলকাতার (Kolkata) মেয়র। 

তবে ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়া টিকিটে শো-এর ভেনুতে লেখা রয়েছে ইকো পার্ক। যা নিয়ে বাড়ছে চাপানউতর। 
অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা হতেই তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অরিজিৎ রাজনীতির শিকার, কার্যত এই মর্মে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে ফেলেছে বঙ্গ বিজেপি। ‘মুখ্যমন্ত্রীর সামনে রং দে তু মোহে গেরুয়া গান গাওয়ার জন্যই কী এই শো বাতিল করা হল ?’ বুধবারই সোশ্যাল মিডিয়া পোস্টে প্রশ্ন তুলেছে বিজেপি। 

আরও পড়ুন-অরিজিত্‍ সিং-ভক্তদের জন্য দুঃসংবাদ, ইকোপার্ক কনসার্ট বাতিলের সম্ভাবনা

উল্লেখ্য, ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata Film Festival ) হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুরোধ জানিয়েছিলেন একটি গান গাওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর অনুরোধের পর অরিজিৎ বলেন, 'একটা গান গেয়ে দিই, তাহলে ল্যাটা চুকে যাবে।' এরপরেই ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাকটি গাইতে শোনা যায় তাঁকে। তারপরেই শাহরুখ খানের সৌজন্যে তাঁরই অভিনীত ছবির 'রঙ দে তু মোহে গেরুয়া” গানটি একলাইন গান অরিজিৎ। যা নিয়েই বিতর্ক। 

বিজেপির রাজ্য সভাপতি টুইটে লেখেন, অরিজিৎ তাঁর প্রিয় গান গেয়ে শুনিয়েছেন। ইন্দ্রনীল খাঁ টুইটে প্রশ্ন তোলেন এটা অসহিষ্ণুতা। ওই গান গাওয়ার জন্যই তাঁর শো বাতিল করল হিডকো। অন্যদিকে, ইকো পার্কের কনসার্ট বাতিল হওয়ায় শাসক তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি মুখমাত্র শমীক ভট্টাচার্য বলেন। তিনি বলেন,  চূড়ান্ত অসহিষ্ণুতার পরিচয় এটা। অসৌজন্যতার পরিচয় দিচ্ছে সরকার। ওরা বিরোধিতাকে স্বীকার করতে পারে না। জরুরি অবস্থায় এই কাজ হয়েছিল। কিশোর কুমারের গান বন্ধ করে দেওয়া হয়েছিল।'

Advertisement

আরও পড়ুন-বর্ষবরণে অতিরিক্ত মেট্রো, ব্লু ও গ্রিন লাইনেও বাড়ানো হল ট্রেন; কতগুলি ?

 

Advertisement