scorecardresearch
 

Babul Supriyo Hospitalised: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বাবুল সুপ্রিয়, কেমন আছেন?

সোমবার শহরের একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বাবুল সুপ্রিয়কে। হাসপাতালের তরফে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাবুল। রবিবার থেকে বুকে ব্যথা অনুভূত হচ্ছিল মন্ত্রীর। সেই সঙ্গে প্রচণ্ড ঘামছিলেন। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।

Advertisement
বাবুল সুপ্রিয়- ফাইল ছবি। বাবুল সুপ্রিয়- ফাইল ছবি।
হাইলাইটস
  • বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বাবুল সুপ্রিয়।
  • আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,ইসিজিতে সামান্য বদল নজরে পড়েছে। ইকোকার্ডিওগ্রাফি স্বাভাবিক। হাসপাতালে আসার পর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সঙ্গে সঙ্গেই তা করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত রাজ্যের পর্যটনমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার শহরের একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বাবুল সুপ্রিয়কে। হাসপাতালের তরফে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাবুল। রবিবার থেকে বুকে ব্যথা অনুভূত হচ্ছিল মন্ত্রীর। সেই সঙ্গে প্রচণ্ড ঘামছিলেন। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও ফিজিশিয়ান সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসাধীন বাবুল। বলে রাখি, ডাক্তার সরোজ মণ্ডলই সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন।  

চিকিৎসকরা জানিয়েছেন,'ইকোকার্ডিওগ্রাফিতে কোনওরকম সমস্যা ধরা পড়েনি। ইসিজি রিপোর্ট সামান্য সমস্যা রয়েছে।' চিকিৎসক সপ্তর্ষি বসুর কথায়,'বাবুল সুপ্রিয় করোনারি আর্টারি ডিজিজ ধরা পড়েছে। এই মুহূর্তে কোনওরকম বাইপাস সার্জারির দরকার নেই। পর্যবেক্ষণে থাকবেন।'

দিন কয়েক আগেই রামপুরহাটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়। গাড়িতে থাকা পুলিশ কর্মীরা  আহত হয়েছিলেন। মন্ত্রী বা তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি। এবার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বাবুল। 

আরও পড়ুন- বীরভূমের রামপুরহাটে দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়, কেমন আছেন মন্ত্রী?

Advertisement