দেশের অন্যান্য রাজ্যের মত বাংলাতেও তৈরি হয়েছে বিক্ষোভের পরিস্থিতি। এরই মধ্য়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলায়। রাজ্যের পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। আর এই আবহে বসিরহাটের লাইভ কনসার্ট বাতিল করল বিখ্যাত বাংলা ব্যান্ড ক্যাকটাস (Cactus)। যার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন গায়ক সিধু। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তাঁর নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই কথাও জানিয়েছেন গায়ক।
প্রসঙ্গত, বিজেপি নেত্রী নূপুর শর্মার নবী হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে রাজ্য তথা গোটা দেশ এখন উত্তাল। রাজ্যে ঘটে চলেছে একের পর এক হিংসার ঘটনা। কখনও হাওড়া, কখনও পার্ক সার্কাস তো আবার কখনও মুর্শিদাবাদ থেকে আসছে উত্তেজনার খবর। এহেন পরিস্থিতির জেরে কার্যত বেশ আতঙ্কে রয়েছেন রাজ্যবাসী। রাজ্যের চারিদিকে এমন হিংসার ঘটনায় বাড়ি থেকে বের হতেই যেন ভয় পাচ্ছেন অনেকেই। সেই ভয় কাজ করছে নানান তারকাদের মধ্যেও। আর সেই কারণেই নিজের অনুষ্ঠান বাতিল করে দিল বাংলা ব্যান্ড ক্যাকটাস। ব্যান্ডের প্রধান গায়ক ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, “রাজ্যের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে, কলকাতা থেকে বসিরহাট এতোটা দূরত্ব যাওয়া ঠিক হবে না বলেই মনে হচ্ছে!! সাধারণ নাগরিক হিসেবে, পথে বেরিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবো!! তাই খুবই আবেগের টান ও প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আজ Basirhat Music Forum এর আয়োজিত Busking Event এ যোগ দিতে পারছি না। মন টা তোমাদের সঙ্গেই রইলো”।
প্রসঙ্গত ১২ জুন অর্থাৎ আজ বসিরহাটের ব্যায়ামপিঠ গ্রাউন্ডে একটি বিশেষ কনসার্ট হওয়ার কথা ছিল। যার মূল আকর্ষণ ছিল ক্যাকটাসের পারফরম্যান্স। এদিন বিকেল চারটে থেকে ক্যাকটাসের পারফর্ম করার কথা ছিল ওই গ্রাউন্ডে। আয়োজকদের তরফে ঘোষণা করা হয়েছিল এই ব্যান্ডটিকে 'মহা ট্রিবিউট' দেওয়া হবে এদিনের কনসার্টে। গত ৫ জুন Basirhat Music Forum -এর ফেসবুক পেজ থেকে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন সিধু, পটা সহ ক্যাকটাস ব্যান্ড -এর অন্যান্য সদস্যরা।
এদিকে হাওড়ার বুকে অশান্তির ঘটনায় এবার কড়া বার্তা দেওয়া হল রাজ্য পুলিশের(West Bengal State Police) তরফে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ফেসবুক(Facebook) পে
রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাঁদের ফেসবুক পেজে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ‘রাস্তা অবরোধ, হিংসা ছড়ানো, সাধারণের সম্পত্তির ক্ষতি এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১০০ জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। কোনও অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। ভারতের সংবিধান এবং আইন রক্ষায় পশ্চিমবঙ্গ পুলিশ বদ্ধপরিকর। কোনও ধরনের অশান্তি ছড়াতে পারে এই রকম লেখা, ভিডিয়ো বা ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। কঠোরহাতে আইনি ব্যবস্থা নেওয়া হবে এসব ক্ষেত্রে। রাজ্যে শান্তি এবং সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখার জন্য সকলের থেকে সহযোগিতা চাইছে পশ্চিমবঙ্গ পুলিশ।