Dilip Ghosh On Abhishek Banerjee: 'দলের ডাকাতগুলোকে ঠিক করুন,' পঞ্চায়েত নিয়ে অভিষেকদের বার্তা দিলীপের

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার জন্য সব দলের কাছে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যা নিয়ে তাঁকেই পাল্টা কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement
'দলের ডাকাতগুলোকে ঠিক করুন,' পঞ্চায়েত নিয়ে অভিষেকদের বার্তা দিলীপেরপঞ্চায়েত নিয়ে অভিষেকদের বার্তা দিলীপের
হাইলাইটস
  • দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট
  • যদিও এখনও নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন

নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার জন্য সব দলের কাছে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যা নিয়ে তাঁকেই পাল্টা কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। নাম না করে অভিষেক এবং মমতার উদ্দেশে দিলীপের বার্তা, ‘আগে নিজেদের দলের ডাকাতগুলোকে ঠিক করুন। পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিন। তাহলেই সব শান্তিতে হবে।'

কেন্দ্রীয় প্রতি মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের পরিকল্পনা করেছে রাজ্যের শাসকদল। এই প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘তৃণমূল দেউলিয়া হয়ে গিয়েছে। কাজ নেই। টাকা নেই। চাকরি নেই। ওরা বিভ্রান্ত। কিছু একটা করে মিডিয়ার ফোকাসে থাকা। এখানে রোজ খুন হয়। এফআইআর পর্যন্ত হয় না। ওরা তো তদন্ত দাবি করতে পারে। সেটা না করে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও? এটা ওদের পতনের ইঙ্গিত।'

আরও পড়ুন: Abhishek Banerjee : 'আমার মোবাইল ফোন ট্যাপ করা হয়েছে', অভিযোগ অভিষেকের

বিজেপি আদিবাসী ও কুর্মিদের ওপরে অত্যাচার করছে বলে অভিযোগ করেছেন অভিষেক। পাল্টা দিলীপ বলেন, 'তৃণমূল রাজ্যের ক্ষমতায় রয়েছে ১২ বছর। অথচ আদিবাসীদের জন্য ওরা কি করেছে? জঙ্গলমহল ওদের উজাড় করে ভোট দিয়েছে। এমনকি গত নির্বাচনেও জঙ্গলমহলকে ভুলভাল বুঝিয়ে ভোট নিয়ে এসেছেন। সেকারণেই জঙ্গলমহল এবার ক্ষোভে ফুঁসছে৷ আদিবাসীরা আন্দোলনে নামছেন৷ বলছেন, জল নেই, রাস্তা নেই, বাড়িও নেই। বাড়ির টাকাও লুট করে নিয়েছে। ওখানে ওদের আর যাওয়ার হিম্মত নেই।'

১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা ভোট৷ সেখানে ইতিমধ্যে বিজেপি-র বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। দলীয় ইশতেহারে নানা প্রতিশ্রুতিও দিয়েছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে আগরতলায়। ত্রিপুরায় তৃণমূলের ভোটে লড়া প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, ‘কাউকে জ্ঞান দেওয়ার দরকার নেই। আগে নিজেরা দুর্গ সামলান। গোটা দেশে পশ্চিমবঙ্গ নিয়ে ছিঃ ছিঃ করছে। ত্রিপুরায় একটাও আসন জিতে দেখান। বুঝে নেব আপনাদের কি ইমেজ আছে?'

Advertisement

 

POST A COMMENT
Advertisement