দুর্ঘটনার কবলে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, অল্পের জন্য রক্ষা

দুর্ঘটনার কবলে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। ৩৪ নম্বর জাতীয় সড়কে আমডাঙ্গার কাছে দুর্ঘটনা হয়ে বলে খবর। তাঁর গাড়িতে একটি ট্রাক এসে ধাক্কা মারে বলে অভিযোগ। যদিও দুর্ঘটনার পরেই তিনি ও তাঁর পরিবার সুস্থ রয়েছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা। দুর্ঘটনার পরেই তাঁর অভিযোগ, ট্রাকটি ওভারলোড ছিল। পুলিশের সামনে দিয়ে এসব ওভারলোড ট্রাক যায়। পুলিশ কোনও পদক্ষেপ নেয় না। এই ওভারলোডিং ট্রাকগুলির জন্য দুর্ঘটনা বাড়ছে জাতীয় সড়কে। এর জন্য সম্পূর্ণ দায়ী পুলিশ।

Advertisement
দুর্ঘটনার কবলে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, অল্পের জন্য রক্ষাবিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি
হাইলাইটস
  • দুর্ঘটনার কবলে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি
  • ওভারলোড গাড়ির বিরুদ্ধে অভিযোগ
  • অল্পের জন্য রক্ষা

দুর্ঘটনার কবলে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।  ৩৪ নম্বর জাতীয় সড়কে আমডাঙ্গার কাছে দুর্ঘটনা হয়ে বলে খবর। তাঁর গাড়িতে একটি ট্রাক এসে ধাক্কা মারে বলে অভিযোগ। যদিও দুর্ঘটনার পরেই তিনি ও তাঁর পরিবার সুস্থ রয়েছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা। দুর্ঘটনার পরেই তাঁর অভিযোগ, ট্রাকটি ওভারলোড ছিল। পুলিশের সামনে দিয়ে এসব ওভারলোড ট্রাক যায়। পুলিশ কোনও পদক্ষেপ নেয় না। এই ওভারলোডিং ট্রাকগুলির জন্য দুর্ঘটনা বাড়ছে জাতীয় সড়কে। এর জন্য সম্পূর্ণ দায়ী পুলিশ। 

ঠিক কী অভিযোগ

তরুণজ্যোতি ফেসবুক লাইভে দেখা যায় গাড়ির চালকের সঙ্গে কথা বলতে। এরপরেই তরুণজ্যোতি বলেন, আজ আমি প্রাণে বেঁচে গেছি। কিন্তু এদের জন্যই দুর্ঘটনা হয়। কিন্তু অন্য কেউ থাকলে প্রাণেও মারা যেতে পারত। পশ্চিমবঙ্গে এক অদ্ভূত নিয়ম চলছে।


পুলিশ ও প্রশাসন একটাই কাজ করছে, ওভারলোড করা গাড়ি রাস্তায় চলতে দেওয়া হচ্ছে। তার ফলে একের পর এক দুর্ঘটনা হচ্ছে। সেইসঙ্গে তিনি বলেন, আজকে পশ্চিমবঙ্গের বড় সমস্যা হচ্ছে ওভারলোড গাড়ি। আজকে এরকম একটা সমস্যা সামনে আমি। WB 25 G 9966 নম্বরের TATA 2518 C আমার গাড়িকে হঠাৎ ধাক্কা মারে NH34 এ। গাড়ি ওভারলোড ছিল সেটা ড্রাইভার স্বীকার করেছে। ওয়ার্ল্ড গাড়ি রাস্তায় চলার জন্য পুলিশ টাকা খায় সেটা স্বীকার করেছে। এটা আজকে পুরো পশ্চিমবঙ্গের সমস্যা।

আরও পড়ুন, গোমাংস রাঁধতে পারি! মন্তব্যে দেবলীনার বিরুদ্ধে FIR দায়ের বিজেপির তরুণজ্যোতির

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

পুলিশে তিনি কোনও অভিযোগ দায়ের করেছেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার জেরে রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বিজেপি নেতা।  যদিও দুর্ঘটনার দেরে তার কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি। যদিও জাতীয় সড়কে দুর্ঘটনার একাধিক খবর সামনে এসেছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement