প্রধানমন্ত্রী জল জীবন মিশনে রাজ্যের শাসক দল কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করলেন, ফেরুল কেনার দরপত্রে ৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী পুলক রায়ের। গোটা অভিযোগ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতকে চিঠি দিয়ে জানাবেন বলে জানিয়েছেন শুভেন্দু। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে বলেও দাবি তাঁর। জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।
এ দিন শুভেন্দু বলেন,'কেন্দ্রীয় জল জীবন মিশনের অধীনে ফেরুল কেনার বরাৎ পেয়েছে হাওড়ার নির্দিষ্ট চারটি সংস্থা। দুটি হাওড়া সদরের, আর দুটি সাঁকরাইলের। সব কটি টেন্ডারই তারাই জমা দিয়েছে। পালা করে দরপত্র পেয়েছে চারচি সংস্থাই। এর বিনিময়ে ৫০০ কোটি টাকার কাটমানি। পেয়েছেন মন্ত্রী, অফিসার থেকে ভাইপোর পিএ।'
নথি দেখিয়ে শুভেন্দু আরও বলেন,'১ কোটি ৮৬ লক্ষ ফেরুল সরবরাহ করেছে চারটি সংস্থা। এক একটি ফেরুলের দাম ৫৭০ টাকা। ২১৩ টাকার ফেরুল ৫৭০ টাকায় বেচা হয়েছে। ৫০০ কোটি টাকার কাটমানি তৃণমূলের শীর্ষস্তরে পৌঁছেছে। গরু,কয়লা, পাথর পাচারের টাকা যেখানে পৌঁছয়, সেখানেই পৌঁছেছে এই টাকাও।'
২জি স্পেকট্রাম, কমনওয়েলথ গেমসের মতো দুর্নীতির সঙ্গে তুলনা করে শুভেন্দু জানান,গজেন্দ্র সিং শেখাওয়াতকে লিখিত অভিযোগপত্র পাঠাব সোমবার। এটা ১০০ শতাংশ কেন্দ্রের টাকায় চলা প্রকল্প। দুর্নীতির তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নইলে ৭ দিনের মধ্যে জনস্বার্থ মামলা করব। কয়েকশো কোটি চাকার দুর্নীতি হয়েছে। নিম্নমানের ফেরুল লাগানোয় ১ বছর পর নল থেকে জল বেরোবে না। জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী পুলক রায় সরাসরি যুক্ত। এর পিছনে রয়েছে ইঞ্জিনিয়ারদের একাংশও। আধিকারিক, মন্ত্রীদের বিরুদ্ধেব্যবস্থা নেওয়া হোক। এটা আমার-আপনার করের টাকা। সর্বোপরি এটা নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প।'
আরও পড়ুন- রাজীব হত্যাকাণ্ডে নলিনী-সহ ৬ দোষীর সাজামুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের