Dilip Ghosh: 'যারা কিছু পারে না, তারা গ্রুপ ছাড়ে', শঙ্কু প্রসঙ্গে দিলীপ

রবিবার সরগরম ছিল একটি খবর নিয়ে। শোনা যাচ্ছিল গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে এবার হোয়াটস্অ্যাপ গ্রুপ থেকে লেফট হয়েছেন রাজ্য যুব মোর্চার সহ–সভাপতি শঙ্কুদেব পণ্ডা। এই নিয়ে দিলীপ ঘোষের কাছে প্রশ্ন করা হলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জানিয়ে দেন, বিদ্রোহের এমন কোনও খবর তাঁর কাছে নেই।

Advertisement
'যারা কিছু পারে না, তারা গ্রুপ ছাড়ে', শঙ্কু প্রসঙ্গে দিলীপরাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও কথা বললেন
হাইলাইটস
  • ফের মুখ খুললেন দিলীপ ঘোষ
  • একাধিক প্রসঙ্গ নিয়ে মন্তব্য
  • রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও কথা বললেন

রবিবার সরগরম ছিল একটি খবর নিয়ে। শোনা যাচ্ছিল গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে এবার হোয়াটস্অ্যাপ গ্রুপ থেকে লেফট হয়েছেন  রাজ্য যুব মোর্চার সহ–সভাপতি শঙ্কুদেব পণ্ডা। এই নিয়ে দিলীপ ঘোষের কাছে প্রশ্ন করা হলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জানিয়ে দেন, বিদ্রোহের এমন কোনও খবর তাঁর কাছে নেই। পাশাপাশি দিলীপ ঘোষের বক্তব্য, তাঁর নিজেরও অনেক সময় ৩-৪টে গ্রুপ ছাড়তে ইচ্ছে করে। খবরে থাকতেই লোকে এমন করেন বলেও কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পাশাপাশি এভাবে সম্মান ও পদ পাওয়া যায় না বলেও মন্তব্য দিলীপ ঘোষের। শান্তনু ঠাকুরের দিল্লি যাওয়া নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, মন্ত্রী হিসাবে তাঁর দিল্লিতেই থাকার কথা।

আরও পড়ুন: শীতে এবার বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি! কোন জেলায় কেমন আবহাওয়া?

রাজ্যের করোনা পরিস্থিতি
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরেরও করোনার হানা। এই আবহে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, স্বাস্থ্য দফতরই অসুস্থ হয়ে পড়েছে। তবে করোনা সংক্রমণ যে হারে ছড়াচ্ছে তাতে এটি ফ্লু ও ইনফ্লুয়েঞ্জার মত হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন দিলীপ। এই আবহে সবাই সাবধানে থাকতে ও বিশ্রাম নিয়ে ফের কাজে ফেরার পরামর্শ দেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় 'ফেসবুক লাইভে' আত্মঘাতী বাবা-মা-ছেলে

সাগর মেলা নিয়ে দিলীপ
হাইকোর্ট জানিয়েছে সাগর মেলা হবে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, করোনা আবহে মেলা বন্ধ থাকতেই পাড়তো। তবে মেলা হলে সঠিক নিয়ম-কানুন মেনে হওয়া উচিত। কুম্ভ মেলাতে নিয়ম মানা হয়েছিল। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর তা বন্ধও করে দেওয়া হয়।

অভিষেকের মন্তব্য ও দিলীপ
রাজ্যে আগামী দুমাস কোনও রকম নির্বাচন না করার পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, মুখে ডায়মন্ডহারবারের সাংসদ এমন কথা বললেও কমিনশনেক চাপ দিয়েই পুরভোট করাচ্ছে তৃণমূল। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্ায় ত্রিপুরা থেকে গোয়া বিভিন্ন রাজ্যে যেতে পারলেও রাজ্যের বিজেপি নেতাদের বাংলার বিভিন্ন প্রান্তে যাওয়ার অধিকার নেই বলেই অভিযোগ দিলীপ ঘোষের। 

Advertisement

POST A COMMENT
Advertisement