scorecardresearch
 

Ramnavami Violence: রামনবমীতে হিংসার ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

রামনবমীতে হাওড়া, হুগলি ও ডালখোলায় অশান্তির ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি NIA-এর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • রামনবমীতে হাওড়া, হুগলি ও ডালখোলায় অশান্তির ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
  • ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি NIA-এর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

রামনবমীতে হাওড়া, হুগলি ও ডালখোলায় অশান্তির ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি NIA-এর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

গত ৩০ মার্চ হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিলে হামলা পরবর্তী হিংসার কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই মামলার শুনানি শেষ হয়। শুনানির শেষ দিনে পুলিশের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করে আদালত। শুনানি চলাকালীন পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এই ঘটনায় হাওড়া সিটি পুলিশের তরফে যে রিপোর্ট আদালতে জমা পড়েছে তাতে স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছে।

প্রতি বছর একই ঘটনা ঘটলেও তা রুখতে ব্যার্থ পুলিশ। কাদের ষড়যন্ত্রে এই ঘটনা বার বার ঘটছে তা খুঁজে বার করা পুলিশের কম্মো নয়। বাইরে থেকে আক্রমণ হলে ইন্টারনেট বন্ধ হয় কিন্তু মিছিলে হামলা হলে ইন্টারনেট বন্ধ হয় না কেন? বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা সমাজজীবনে সন্ত্রাস সৃষ্টি করে। পুলিশের রিপোর্টে লেখা আছে মিছিলে মারাত্মক অস্ত্র ছিল। কী এই মারাত্মক অস্ত্র, জানতে চায় আদালত। জবাবে রাজ্য সরকারের আইনজীবী বলেন, হকি স্টিক, তলোয়ার ও আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে রাম নবমীর মিছিলে।

আরও পড়ুন-কালিয়াগঞ্জে এবার যুবকের গুলিবিদ্ধ দেহ, 'আমাদের কর্মী,' দাবি BJP-র

 

Advertisement