আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের পর উত্তাল গোটা দেশ। কলকাতা সহ জেলায় জেলায় চলছে আন্দোলন। রাত দখল প্রতিবাদে নামছে সাধারণ মানুষ। সামনেই দুর্গাপুজো। কিন্তু কলকাতা সহ গোটা রাজ্যে শোকের আবহ, আন্দোলনের ঢেউ। এহেন পরিস্থিতিতে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 'পুজোয় ফিরুন। উত্সবে ফিরুন।' ক্লাবগুলির পুজোর অনুদান প্রত্যাখ্যান নিয়েও এদিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
'পুজো আসছে, অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে নিতে হবে'
আজ অর্থাত্ সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'পুজো আসছে, অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে নিতে হবে। পুজো কমিটিগুলোর যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে প্রত্যেক ডিএম, এসপি এলাকা ভিজিট করুন। ভিজিট করে দেখুন, কার কী সমস্যা রয়েছে। আগে যেমন আমরা করতাম, আইসি-দেরও বলব, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ভিজিট করুন। যেখান থেকে মিড ডে মিল দেওয়া হয়, সেই সব জায়গায় শিক্ষা দফতরের তরফেও নজরদারি করুন। পুলিশি অ্যাকশন এখন থেকেই করতে হবে। যাতে পুজোর সময় পদপৃষ্ট হওয়ার ঘটনা না হয়, তা দেখতে হবে। যার যা কিছু থিম করার অধিকার আছে। কিন্তু এমন কিছু আমরা করব না, যাতে কোনও দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পুজো কমিটিগুলিকেই দায়িত্ব নিতে হবে। এই পুজোকে কেন্দ্র করে অনেকের রুজিরোজগার হয়। তেমনি অনেক বিদেশি অতিথিরা আসেন। সারা দেশ থেকে মানুষ আসেন। তাঁদের যেন কোনও রকম অসুবিধা না হয়, সেটাও দেখতে হবে।'
'নিজেদের পুজো করার ক্ষমতা আছে'
এরপরেই তিনি পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের প্রসঙ্গ তোলেন। বলেন, 'আরও কিছু পুজো কমিটি আবেদন করেছে। আমাদের প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হচ্ছে। আগামিকাল থেকে টাকা দেওয়া শুরু হবে। কেউ যদি না নেয় তাহলে তাঁদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে। তাঁদের স্বাগত। যদি কেউ না নিতে চান, ঠিক আছে। নতুন যে লিস্ট এসেছে, বা আবেদন করেছেন, তাদের দিয়ে দেবেন। নতুন অনেকের আবেদন আমাদের কাছে এসে পড়ে আছে। সবাইকে হয়তো পারব না একসঙ্গে দিতে। কারণ, টাকাটা বেড়ে অনেকখানি হয়ে গিয়েছে।'
'আগামিকাল থেকে দেওয়া শুরু হবে'
পুজোর অনুদান কবে থেকে দেওয়া শুরু হবে, তাও এদিন জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, 'পুজোর টাকার যে ফান্ডিং, এ বার এক্সট্রা কিছু রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে। সবটা হয়তো পারব না। ৪৫০ কোটি খরচ হয় ক্লাবগুলিকে দেওয়া জন্য। সেই টাকা আগামিকাল থেকে দেওয়া শুরু হবে। তার জন্য আমি বলে দিচ্ছি।'