Anubrata Mondal: সিবিআইয়ের পর এবার ইডি, গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল

বুধবার আসানসোল সংশোধনাগারে গিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, গরু পাচার সংক্রান্ত প্রশ্নের যথাযথ উত্তর দেননি বীরভূমের তৃণমূল নেতা।

Advertisement
গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল  গ্রেফতার অনুূব্রত মণ্ডল।
হাইলাইটস
  • অনুব্রতকে গ্রেফতার করল ইডি।
  • তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে।

সিবিআই-র পর এবার ইডি। গরু পাচার মামলায় গ্রেফতার করা হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সাড়ে ৫ ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। 

বুধবার আসানসোল সংশোধনাগারে গিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, গরু পাচার সংক্রান্ত প্রশ্নের যথাযথ উত্তর দেননি বীরভূমের তৃণমূল নেতা। তিনি হিসাবরক্ষকের মনীশ কোঠারির দিকে দায় ঠেলছিলেন। সে কারণে অনুব্রতকে সোন অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করাতে হবে বীরভূমের তৃণমূল নেতাকে। সেক্ষেত্রে শুক্রবার তাঁকে আসানসোল আদালতে পেশ করানোর সম্ভাবনা।

গরু পাচার মামলায় চলতি বছরের অগাস্টে অনুব্রতর দেহরক্ষী সহগল হোসেনকে গ্রেফতার করেছিল সিবিআই। সম্প্রতি সহগলকেও একই ভাবে একই ভাবেই 'সোন অ্যারেস্ট' করে দিল্লি নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। তাঁর আইনজীবীরা বাধা দিয়েছিলেন। তবে আদালতের রায়ে সহগলকে দিল্লি নিয়ে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত। সূত্রের খবর, অনুব্রতকেও দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। সেখানে অনুব্রত এবং সহগলকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে।

ইডি সূত্রের খবর দুটি সম্ভাবনা রয়েছে। যেহেতু অনুব্রত মণ্ডল তদন্ত সহযোগিতা করেননি তাই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হবে। আসানসোল আদালতে এই আর্জিই জানাবে ইডি। আর একটি সম্ভাবনা হল,আসানসোল আদালতে অনুব্রতর গ্রেফতারির কথা জানানো হবে। আদালতই ঠিক করে দেবে কোন আদালতে তাঁকে পেশ করতে হবে। ইডি সূত্রের খবর,সিবিআইয়ের হাতে অনুব্রত গ্রেফতার হওয়ার পর তাঁর নামে-বেনামে বহু সম্পত্তির খোঁজ মিলেছে। সেই সম্পত্তির হদিশ করা হবে।

আরও পড়ুন- রাজ্যে ৭২ ঘণ্টায় চার বিস্ফোরণ! এত বোমা আসছে কোথা থেকে?

Advertisement

POST A COMMENT
Advertisement