Bengal Blast Cases: রাজ্যে ৭২ ঘণ্টায় চার বিস্ফোরণ! এত বোমা আসছে কোথা থেকে?

বগটুইকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন,'সারা বাংলায় সমস্ত জায়গায় তল্লাশি চালাও। যেখানে যত বোমা রয়েছে, যত বেআইনি অস্ত্র রয়েছে, সব উদ্ধার করতে হবে'। তার কয়েক মাস কেটে গেলেও বোমার দাপট বন্ধ হয়নি।

Advertisement
রাজ্যে ৭২ ঘণ্টায় চার বিস্ফোরণ! এত বোমা আসছে কোথা থেকে? গত ৭২ ঘণ্টায় ৪ বিস্ফোরণ।
হাইলাইটস
  • রাজ্য়ে একের পর এক বিস্ফোরণ!
  • শাসক দলের দিকে অভিযোগের তির।
  • অস্বীকার তৃণমূলের।

মিনাখাঁয় মামাবাড়িতে ঘুরতে এসে বোমা ফেটে মৃত্যু হয়েছে নাবালিকার। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই  কৌটো বোমা ফেটে জখম হয় দুই কিশোর। গত ৭২ ঘণ্টায় চার-চারটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সমাসন্ন পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যজুড়ে একের পর এক জায়গায় বোমা বিস্ফোরণের খবর মিলছে। বেশিরভাগ ঘটনাতেই যোগ মিলছে শাসক দলের। বিরোধীদের অভিযোগ,পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করছেন তৃণমূলের নেতারা। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। 

মিনাখাঁয় তৃণমূল নেতার বাড়িতেই রাখা ছিল বোমা। সেই বোমা ফেটে তাঁর ভাগ্নী  ৯ বছরের নাবালিকার মৃত্যু হয়েছিল বুধবার। ওই ঘটনায় নিহতের মামা আবুল হোসেন গাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল। বুধবার সন্ধ্যায় মজুত করে রাখা বোমাকে বল ভেবে খেলছিল সোহানা খাতুন নামে ওই নাবালিকা। হঠাৎ সেটি ফেটে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। কুলপিতে দুই নাবালক ফরিদুল পাইক ও তইদুল পাইক জখম হয়েছে বোমার আঘাতে। ছামনাবনি গ্রামের একটি পোলের তলায় প্লাস্টিকে মুড়ে বোমা রাখা হয়েছিল। বল ভেবে খেলতে গিয়েই বিপত্তি। রবিবার রাতে আউশগ্রামে জঙ্গল লাগোয়া দক্ষিণ মাঠপাড়া গ্রাম কেঁপে ওঠে। ১৪টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। তার আগেও একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটেছে। স্বাভাবিকভাবে পুলিশি সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। 

বগটুইকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন,'সারা বাংলায় সমস্ত জায়গায় তল্লাশি চালাও। যেখানে যত বোমা রয়েছে, যত বেআইনি অস্ত্র রয়েছে, সব উদ্ধার করতে হবে'। তার কয়েক মাস কেটে গেলেও বোমার দাপট বন্ধ হয়নি। বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় স্পষ্ট, রাজ্যে এখনও মজুত রয়েছে। এই তো দিন কয়েক আগে নরেন্দ্রপুরে বোমা মজুত করা ছিল একটি ঘরে। তা দেখে ফেলায় পাঁচ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর জখম হয় তারা। 

Advertisement

বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করছে শাসক দল। বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন,'বোমা এখন কুটিরশিল্প। গ্রামেগঞ্জে বোমা এখন বাড়ি বাড়ি পাওয়া যাচ্ছে। ব্লকে ব্লকে বোমা পাওয়া যাচ্ছে। বারুদের স্তূপে বসে রয়েছে পশ্চিমবঙ্গ। পঞ্চায়েত ভোট রক্তাক্ত করার চক্রান্ত করছে তৃণমূল। সরকার চাইছে ভয়ের পরিবেশ তৈরি করতে।' বিরোধীদের অভিযোগ উড়িয়ে ফিরহাদ হাকিম জানান,'বোমা উদ্ধারে পুলিশকে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারুদ আসছে কোথা থেকে? সিল করতে হবে সীমানা। কীভাবে বারুদ পাচার হচ্ছে এটা তদন্ত করতে হবে। এগুলি কোথায় পাওয়া যাচ্ছে,কীভাবে বাজারে আসছে?'  

শাসক-বিরোধী তরজা চলছেই। কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা কি রোখা যাবে? প্রশ্ন এখানেই।

আরও পড়ুন- শ্রদ্ধার কাটা মুন্ড ও হাত কি জুনেই খুঁজে পেয়েছিল পুলিশ?

POST A COMMENT
Advertisement