scorecardresearch
 

Respiratory symptoms: অ্যাডেনোভাইরাস? জ্বর-শ্বাসকষ্টে রাজ্যে মৃত আর ৫ শিশু

শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত রাজ্যে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ-সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিল ওই শিশুরা। অ্যাডেনো ছাড়াও ইনফ্লুয়েঞ্জা-এ ভাইরাসে (এইচ১এন১, এইচ৩এন২ প্রজাতি) আক্রান্ত হচ্ছে অনেকেই। বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। 

Advertisement
প্রতীকী ছবি। প্রতীকী ছবি।
হাইলাইটস
  • শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত রাজ্যে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
  • জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ-সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিল ওই শিশুরা।

শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত রাজ্যে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ-সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিল ওই শিশুরা। অ্যাডেনো ছাড়াও ইনফ্লুয়েঞ্জা-এ ভাইরাসে (এইচ১এন১, এইচ৩এন২ প্রজাতি) আক্রান্ত হচ্ছে অনেকেই। বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। 

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ১ জানুয়ারি থেকে সারা দেশে প্রায় ১০ লক্ষ শিশু অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে (এআরআই) আক্রান্ত হয়েছে। তার মধ্যে এক শতাংশ বাংলার। সামগ্রিক ভাবে দেশের পরিসংখ্যানের নিরিখে এই তথ্য রাজ্যের পক্ষে স্বস্তির হলেও সংক্রমণ ও তাঁর জেরে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা কমছে না। 

রাজ্যে এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা পাওয়া গিয়েছে মাত্র ৫ শতাংশ। এবং সেটি কলকাতা-কেন্দ্রিক। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, দেশের বিচারে বাংলায় শ্বাসকষ্টজনিত অসুখে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে এআরআইতে আক্রান্ত হয়েছে ৯,৬৭,৭৪৯ জন শিশু। এই সময়কালে বাংলায় ১০ হাজার ৯৯৯ জন শিশু আক্রান্ত হয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-'বাংলায় এখন অনেক মিনি কাশ্মীর আছে', বেনজির আক্রমণ বিবেক অগ্নিহোত্রীর

শনিবার গভীর রাতে বিসি রায় শিশু হাসপাতালে ৭ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বনগাঁর হাসপাতাল থেকে তাকে কলকাতার ওই হাসপাতালে রেফার করা হয়েছিল। সেখানে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিকু) এ রাখা হয়। হাসপাতাল সূত্রের খবর, প্রবল নিউমোনিয়ার কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে। ওই দিন রাতে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালে। 

রবিবার সকাল ১০টা নাগাদ দত্তপুকুরের বাসিন্দা এক শিশুর মৃত্যুর পরে সাময়িক উত্তেজনা ছড়ায় বি সি রায় শিশু হাসপাতালে। গত বুধবার থেকে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ওই শিশু ভর্তি ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে, ততদিন পর্যন্ত ওই টাস্ক ফোর্স পরিস্থিতির পর্যালোচনা বৈঠক করবে। কোন হাসপাতালে কত শিশু ভর্তি, তাদের মধ্যে কত জন অ্যাডিনোতে আক্রান্ত, পরিকাঠামোর কী অবস্থা, তা খতিয়ে দেখবেন ওই সদস্যেরা। 

Advertisement

 

TAGS:
Advertisement