'আমরা বিস্তারিত খবর নিয়েছি, কোনও নোটিশের খবর নেই। মিডিয়া ট্রায়াল চলছে।' বড় মেয়ে প্রিয়দর্শিনীকে ইডির (ED) নোটিশ সংক্রান্ত খবরের প্রেক্ষিতে এমনটাই বললেন তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি আরও বলেন, 'সংবাদমাধ্যম খুবই সক্রিয়। এটি সংবাদমধ্যমের নিম্নমানের কাজ। সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যাঁরা এমনটা করছেন তাঁরা সাংবাদিক নন।' এটি মিডিয়া ট্রায়াল চলছে বলেই মন্তব্য করেন ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর নোটিশ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পরে পরেই শোনা যায় ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নাকি নোটিশ দিয়েছে ইডি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অসঙ্গতি এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে প্রিয়দর্শিনীকে নোটিশ দেওয়া হয়েছে বলে শোনা যায়। ঘটনায় নাম উঠে আসে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দারেরও। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, প্রিয়দর্শিনীর স্বামী বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন। টাকা পাচার হয়েছে সেই সূত্রেও। এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। যদিও সেই সমস্ত খবর খারিজ করে দিয়ে এদিন ফিরহাদ সাফ জানিয়ে দেন, এমন কোনও নোটিশের খবরই নেই।
অন্যদিকে কয়লা পাচারকাণ্ডে এদিনই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় ঘণ্টাখানেক ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই-এর ৮ সদস্যের প্রতিনিধি দল। সূত্রের খবর এদিন লিখিত আকারে নেওয়া হয় রুজিরার সমস্ত বয়ান। শান্তিনিকেতন ছাড়া তাঁর আর কোনও ঠিকানা আছে কি না তা জানতে চান সিবিআই-এর আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হয় পাসপোর্ট নিয়েও। এদিকে সিবিআই-এর দল রুজিরার বাড়িতে যাওয়ার আগেই সেখান থেকে ঘুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।