scorecardresearch
 

Firhad Hakim: জেলে ঢোকানোর হুঁশিয়ারি সুকান্তর, ফিরহাদের প্রশ্ন,'কী পাপ করেছি?'

বলে রাখি, সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত একটি মামলায় ফিরহাদ হাকিমের নাম রয়েছে। ওই মামলায় ইডি-কে যুক্ত করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন ফিরহাদ। তাঁর বিরুদ্ধে নারদকাণ্ডে তদন্তে চালাচ্ছে সিবিআই।

Advertisement
ফিরহাদ হাকিম - ফাইল ছবি। ফিরহাদ হাকিম - ফাইল ছবি।
হাইলাইটস
  • সুকান্তর হুঁশিয়ারি।
  • প্রতিক্রিয়া ফিরহাদের।

ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হতে পারে। বহরমপুরে গিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর ফলে আরও একবার তৈরি হল বিতর্ক। কলকাতায় এ দিন ফিরহাদ বলেন,'আমি অসম্মানিত হতে চাই না। মানুষের সেবা করতে চাই। তাই দয়া করে অসম্মান করবেন না। যদি ভারতের কোনও আইনে বিচার হলে ফেস করব।'

পার্থ ও অনুব্রতর গ্রেফতারির পর থেকে হুঙ্কার দিয়ে চলেছেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার বহরমপুরে সুকান্ত মজুমদার বলেন,'পার্থ বাবু আর অনুব্রত মণ্ডল প্রতিযোগিতা করছেন। বারবার তাঁরা ডাক্তারখানায় যাচ্ছেন। তাই এবার হেকিমকে ভিতরে ঢোকাতে হবে। কাউকে আর হাসপাতালে যেতে হবে না। ভিতরেই হাকিম সাহেব চিকিৎসার ব্যবস্থা করে দেবেন।'      

একুশের ভোটের পরই নারদা-কাণ্ডে ফিরহাদকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে জামিনও পান। এ দিন সেই প্রসঙ্গ তুলে কলকাতার মেয়র বলেন,'কী অন্যায় করেছি? কী পাপ করেছি? কেন এটা বারবার হবে? যে অন্যায় করেছে সে করেছে। আমার একটা কেস হয়েছিল। অ্যারেস্ট হয়েছি। হাসপাতালে থাকিনি। আদালত বলেছিল, জেলে থাকতে। জেলে থেকেছিলাম।'  

বলে রাখি, সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত একটি মামলায় ফিরহাদ হাকিমের নাম রয়েছে। ওই মামলায় ইডি-কে যুক্ত করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন ফিরহাদ। তাঁর বিরুদ্ধে নারদকাণ্ডে তদন্তে চালাচ্ছে সিবিআই। দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন,'ববি আমায় বলেছে, সকাল থেকে ওঁর বাড়ির সামনে একটি দল ঘুরে বেড়াচ্ছে।' নেত্রীর ওই মন্তব্যের পর শুরু হয়েছিল জল্পনা। এর মধ্যেই সেই জল্পনা আরও উস্কে দিলেন সুকান্ত। তৃণমূলের অভিযোগ, এতেই স্পষ্ট ইডি-সিবিআই-কে নিয়ন্ত্রণ করছে বিজেপি।   

আরও পড়ুন- 'তদন্ত হচ্ছে এটাই বড় কথা', নাড্ডার ফোনে সিবিআই-সুর নরম দিলীপের?

Advertisement

Advertisement