scorecardresearch
 

Amit Shah Durga Pujo 2022: পঞ্চমীতে শহরে আসতে পারেন অমিত শাহ, বড় পুজোর উদ্বোধন!

২০২০ সালে পুজো উদ্বোধন করে গিয়েছেন অমিত শাহ। সল্টলেক বিজে ব্লকে তৎকালীন বিজেপি নেতা অধুনা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের পুজো উদ্বোধন করেছিলেন। তার পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বিজেপি রাজ্য সরকার গড়তে পারেনি। বিরোধী দল হয়েই থাকতে হয়েছে। তার ৩ বছর বাদে ফের দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ। 

Advertisement
শহরের এই বড় পুজোর উদ্বোধন করতে পারেন শাহ। শহরের এই বড় পুজোর উদ্বোধন করতে পারেন শাহ।
হাইলাইটস
  • পঞ্চমীতে শহরে আসতে পারেন শাহ।
  • সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে পারেন।
  • মৌখিক সম্মতি শাহের।

পুজোর আগে কলকাতায় আসছেন অমিত শাহ। শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে কলকাতার পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্তোষ মিত্র স্কোয়ার-সহ একাধিক পুজো উদ্বোধন করার কথা তাঁর। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বিজেপি সূত্রের খবর, পঞ্চমীতে শহরে আসবেন শাহ।  

কলকাতার অন্যতম বড় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের বড়কর্তা হলেন বিজেপি নেতা তথা ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। স্বাধীনতার ৭৫ বছরপূর্তিতে তাঁদের থিম 'আজাদি কা অমৃত মহোৎসব'। যা মোদী সরকারের কর্মসূচি। পুজোর উদ্বোধনের জন্য অমিত শাহকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন সজল ঘোষ। বিজেপি সূত্রের খবর, পুজো উদ্বোধনের ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছেন অমিত শাহ। সেজন্য শহরেও আসবেন তিনি। 

সজল ঘোষ আজতক বাংলাকে বলেন,'আমি আমন্ত্রণ করেছিলাম। শুনেছি উনি আসতে চান। তবে এখনও আনুষ্ঠানিক কোনও সম্মতিপত্র পাইনি। তাই বলতে পারছি না।' বিজেপি সূত্রের খবর, সজলের পুজোর উদ্বোধন করবেন শাহ। পুরো বিষয়টি দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।   

ইজেডসিসিতে এনিয়ে তৃতীয় বছর পুজো করছে বিজেপি। ২০২০ সালে এই পুজো শুরু করেছিল তারা। প্রথমবছর পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একুশের ভোটে ভরাডুবির পর সেই জৌলুস নেই। বিজেপি সূত্রের খবর, পঞ্চমীতে সন্তোষ মিত্র স্কোয়ার-সহ সল্টলেকের আর একটি পুজো উদ্বোধন করবেন শাহ। থাকবেন বিজেপির পুজোতেও। মহালয়ার দিন ওই মণ্ডপ পরিদর্শন করবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। শোনা যাচ্ছে, অষ্টমী বা দশমীতে ইজেডসিসি-তে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।     

বলে রাখি, ২০২০ সালে পুজো উদ্বোধন করে গিয়েছেন অমিত শাহ। সল্টলেক বিজে ব্লকে তৎকালীন বিজেপি নেতা অধুনা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের পুজো উদ্বোধন করেছিলেন। তার পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বিজেপি রাজ্য সরকার গড়তে পারেনি। বিরোধী দল হয়েই থাকতে হয়েছে। তার ৩ বছর বাদে ফের দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ। 

Advertisement

আরও পড়ুন- 'মরে গেলেও বলতে পারবো না,' মেয়ে নিয়ে মদনের 'ডোন্ট টাচ' খোঁচা

 

Advertisement