Help Birds This Summer: দাবদাহে এলাকার পাখিদের কীভাবে বাঁচাবেন? উপায় রইল

আমাদের চোখে পড়ুক বা না পড়ুক, আশপাশে গাছের ডালের ফাঁকে বা বাড়িঘরের খাঁজে বাসা বেঁধে থাকে প্রচুর পাখি। সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। গত প্রায় এক মাস ধরে দাবদাহ চলছে। ঘরে বাইরে যেন মরুভূমির উত্তাপ। গরমের কারণে জীবন যেন থমকে যেতে চলেছে। মানুষের যখন এই অবস্থা, তখন পাখিরাও কষ্টে রয়েছে। কারণ গরমে চারপাশে জল শুকিয়ে যায়। ফলে জলকষ্টেই এ সময়ে বহু পাখি মারা যায়।

Advertisement
দাবদাহে এলাকার পাখিদের কীভাবে বাঁচাবেন? উপায় রইলছাদে বা বারান্দায় একটু জল রেখে দিন। ছবি সংগৃহীত।
হাইলাইটস
  • আমাদের চোখে পড়ুক বা না পড়ুক, আশপাশে গাছের ডালের ফাঁকে বা বাড়িঘরের খাঁজে বাসা বেঁধে থাকে প্রচুর পাখি।
  • সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ।

আমাদের চোখে পড়ুক বা না পড়ুক, আশপাশে গাছের ডালের ফাঁকে বা বাড়িঘরের খাঁজে বাসা বেঁধে থাকে প্রচুর পাখি। সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। গত প্রায় এক মাস ধরে দাবদাহ চলছে। ঘরে বাইরে যেন মরুভূমির উত্তাপ। গরমের কারণে জীবন যেন থমকে যেতে চলেছে। মানুষের যখন এই অবস্থা, তখন পাখিরাও কষ্টে রয়েছে। কারণ গরমে চারপাশে জল শুকিয়ে যায়। ফলে জলকষ্টেই এ সময়ে বহু পাখি মারা যায়।

জল দিন: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাড়ির ছাদে বা বারান্দায় একটি পাত্রে পরিষ্কার জল রেখে দিন। বেশি কানা উঁচু পাত্র না হলেই ভাল। এমন পাত্রে জল দেবেন, যার কানায় বসে পাখি জলপান করতে পারে। গ্রীষ্মের দুপুরের দাবদাহে এ ভাবেই বহু পাখির তেষ্টা মিটিয়ে দিতে পারেন আপনি। পারেন ওদের অনেকের প্রাণ বাঁচাতেও।

বাসা বেঁধে দিন: গ্রীষ্মে পাখির পক্ষে নতুন বাসা বানানো খুব কষ্টকর। ঝড়ে পুরনো বাসা নষ্ট হয়ে গেলে ওরা নতুন বাসা বানাতে হিমসিম খায়। নিজের বাগানে বা বারান্দার কোণে পাখির জন্য ছোট বাসা বানিয়ে দিতে পারেন আপনি। অনলাইনেও এ ধরনের বাসা কিনতে পাওয়া যায়। সেগুলি কিনেও ঝুলিয়ে রাখতে পারেন এ সব জায়গায়।

দূষণ কমান: শুধু গ্রীষ্ম বলে নয়, সার্বিক ভাবে পাখিদের সাহায্য করার জন্য বাড়িতে দূষণের মাত্রা কমাতে পারেন। বেশি ধোঁয়া তৈরি করবেন না। 

খাবার দিন: পাখিরা খেতে পারে এরকম কিছু শস্যদানা ছড়িয়ে রাখতে পারেন। গম, ডাল জাতীয় শস্যদানা পাখিরা খায়। এছাড়াও পাখির দোকান থেকে খাবার কিনতে পারেন।

আরও পড়ুন-প্রাণীদের জলের চাহিদা মেটাতে বিশেষ ব্যবস্থা করবেট ন্যাশনাল পার্কে

 

POST A COMMENT
Advertisement