Mamata Banerjee On Salman Khan: সলমনের নিরাপত্তা নিয়ে আমি সত্যিই চিন্তিত: মমতা

কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা সলমন খান। বিকেল ৪টে ২০ নাগাদ মুখ্য়মন্ত্রীর বাড়িতে যান সলমন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা।

Advertisement
সলমনের নিরাপত্তা নিয়ে আমি সত্যিই চিন্তিত: মমতামমতা বন্দ্যোপাধ্যায় ও সলমন খান
হাইলাইটস
  • বিকেল ৪টে ২০ নাগাদ মুখ্য়মন্ত্রীর বাড়িতে যান সলমন
  • তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা

কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা সলমন খান। বিকেল ৪টে ২০ নাগাদ মুখ্য়মন্ত্রীর বাড়িতে যান সলমন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা। বেশ কিছুক্ষণ মমতার বাড়িতে ছিলেন ভাইজান। গাড়ি থেকে নেমে মমতার বাড়ির বাইরে অবস্থানরত মিডিয়া ফটোগ্রাফারদের দিকে হাত নাড়েন সলমন। তাঁর সঙ্গে ছিলেন দেহরক্ষী শেরা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন অভিনেতা। দু'জনে একসঙ্গে ফটোগ্রাফারদের জন্য পোজও দিয়েছেন। হাফ হাতা শার্ট এবং জিন্স পরে মমতার বাড়িতে যান বলিউড তারকা

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। যা নিয়ে পরে মমতা উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, 'আমার বাড়িতে আসার জন্য সলমনকে ধন্যবাদ। সলমনের নিরাপত্তা নিয়ে আমি সত্যই চিন্তিত। আমি তাঁকে এই বিষয়ে খেয়াল রাখতে বলেছি।'

আরও পড়ুন: Salman Khan Meets Mamata Banerjee: কালীঘাটে সলমন, উত্তরীয় পরিয়ে ভাইজানকে স্বাগত দিদি মমতার

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ইস্টবেঙ্গল ক্লাব চত্বর। ওই এলাকার রাস্তাগুলিতেও নজরদারি চালানো হচ্ছে। জানা যাচ্ছে, প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন থাকছে। এ ছাড়াও থাকছে বাউন্সার।

 

POST A COMMENT
Advertisement