India Today Conclave East 2022 Babul Supriyo : মমতা কি বেটার বস? উত্তরে যা বললেন বাবুল

এক সময় তিনি ছিলেন বিজেপির সাংসদ-মন্ত্রী। দলবদল করে এখন তৃণমূলের বিধায়ক। সেই বাবুল সুপ্রিয় কি নতুন দলে গিয়ে খুশি? তিনি আগে যাঁদের সঙ্গে কাজ করেছেন তাঁদের থেকে কি বেটার বস মমতা বন্দ্যোপাধ্য়ায়?

Advertisement
মমতা কি বেটার বস? উত্তরে যা বললেন বাবুলবাবুল সুপ্রিয়
হাইলাইটস
  • এক সময় তিনি ছিলেন বিজেপির সাংসদ-মন্ত্রী
  • দলবদল করে এখন তৃণমূলের বিধায়ক
  • সেই বাবুল সুপ্রিয় কি নতুন দলে গিয়ে খুশি?

এক সময় তিনি ছিলেন বিজেপির সাংসদ-মন্ত্রী। দলবদল করে এখন তৃণমূলের বিধায়ক। সেই বাবুল সুপ্রিয় কি নতুন দলে গিয়ে খুশি? তিনি আগে যাঁদের সঙ্গে কাজ করেছেন তাঁদের থেকে কি বেটার বস মমতা বন্দ্যোপাধ্য়ায়? India Today Conclave East 2022-এ এই সব কিছুর উত্তর দিলেন বাবুল সুপ্রিয়। 

সঞ্চালকের তরফে বাবুলকে প্রশ্ন করা হয়? দিদি কি বেটার বস? বাবুলের জবাব, 'দিদি নিশ্চিতভাবেই বেটার বস। আমি তার একটা উদাহরণ দেব। এটা ঠিক কলকাতার রাজনীতি কঠিন। যখন আমাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল তখন দিদি লাইভ প্রেস কনফারেন্সে বললেন ওই ছেলেটি তো ভালো কাজ করছিল ওকে কেন সরিয়ে দিল? এটা কোনও ছোটো ব্যাপার নয়।' 

আরও পড়ুন : একুশে ভরাডুবির কারণ কী? দলের অন্দরের কথা জানালেন দিলীপ

তৃণমূলে এসে যে খুশি তাও উল্লেখ করেন বাবুল। বলেন, 'আগের দলে থেকে যদি ১০ গোল দিয়ে থাকি। তাহলে এই দলে এসে ১২ গোল দেব। আমি সোশাল মিডিয়াকে কেয়ার করি না। আমরা তো প্রতি মুহূর্তেই শিখি। উনি কৃষি বিল, নোট বাতিল নিয়ে শিখেছেন। আমিও শিখছি।' 

বাবুল সুপ্রিয় আরও জানান, রাজনীতিতে  সচেতনভাবেই তিনি এসেছিলেন। রামদেব যখন তাঁকে বলেছিলেন বাংলা থেকে কোনও নেতা-মন্ত্রী উঠে আসছে, তখন তাঁকে বলেছিলাম লিস্টে নাম ঢোকান। যদি কেউ জেতে তাহলে সেটা আমি। আর আমি তা বাস্তবায়িত করে দেখিয়েছি। দু দুবার আসানসোল থেকে জিতে। 


 
POST A COMMENT
Advertisement