scorecardresearch
 

Justice Abhijit Ganguly: ‘দুর্নীতি সংক্রান্ত সব মামলাই আমার হাত থেকে সরিয়ে নেওয়া হতে পারে’

Justice Abhijit Ganguly: শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বললেন, জেনে নিন...

Advertisement
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।
হাইলাইটস
  • শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Justice Abhijit Ganguly: শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে নিয়োগ মামলা সরিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। নিয়োগ দুর্নীতির এই দুটি মামলা এখন অন্য বিচারপতির এজলাসে যাবে।

এর পাল্টা সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের প্রতিলিপি চেয়ে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মর্মে তিনি রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছিলেন। রাত ১২টার মধ্যে তা পেশ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু ওই নির্দেশের উপর স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার রাতের বিশেষ শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে প্রতিলিপি চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেও স্থগিতাদেশ

এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly) প্রশ্ন করা হলে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হয়। আমি নিজে সরছি না। পদত্যাগ করছি না। পালিয়ে যাওয়ার মানুষ নই। আমার কাজের ধরন একরকম। এরপরে যে বিচারপতি আসবেন, তাঁর কাজের ধরন হয়তো অন্য রকম হবে। আমার ধারণা, দুর্নীতি সংক্রান্ত সব মামলাই আমার হাত থেকে সরিয়ে নেওয়া হতে পারে।”

গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ ওঠে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগ দুর্নীতির বিচারাধী মামলা নিয়ে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। এটা শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, বিচারপতিরা কোনও ভাবেই তাঁদের বিচারাধীন মামলার বিষয় নিয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন না। উনি যদি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে থাকেন, তা হলে উনি এই মামলা শোনার অধিকার হারিয়েছেন। এর পরই ওই টিভি সাক্ষাৎকারের অনুবাদ কপি হাইকোর্টের কাছে রি্পোর্ট চেয়ে পাঠায় দেশের শীর্ষ আদালত।

Advertisement

Advertisement