'মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে’। টেট পরীক্ষায় ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্তব্য করেছিলেন হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবারও তিনি জানান, সরকার যদি ঠিকভাবে কাজ করে তাহলে তিনি মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করবেন।
বুধবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলা ছিল। আর সেই মামলার শুনানি চলাকালীন মাননীয় বিচারপতি বলেন, 'সরকারের ভূমিকা যদি ঠিক থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব। যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও করব। এর পিছনে অন্য কোনও কারণ নেই।’
আরও পড়ুন : বয়সে ৪০ বছরের বড় ব্যক্তির প্রেমে পড়লেন তেইশের যুবতী, তারপর কী হল জানেন ?
রাজ্যে টেট ও স্কুল সার্ভিস কমিশনের একাধিক মামলার শুনানি হয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। একাধিকবার সরকার ও শিক্ষা পর্ষদের সমালোচনাও করেছেন তিনি। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় তাঁর মন্তব্য রাজ্যে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল। ২০১৬ সালের প্রাথমিকের যে প্যানেল গঠিত হয়েছিল তা নিয়ে কড়া মন্তব্য করেন মাননীয় বিচারপতি। সেদিন তিনি বলেছিলেন, ‘আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ তা নিয়ে একাংশের রোষের মুখেও পড়ডেন তিনি। যদিও পরে জানান, তাঁর মন্তব্যের অন্য মানে করা হয়েছে।
আরও পড়ুন : রাজ্যের ডিএ মামলার বড় খবর, শুনানিতে রাজি হলেন না বিচারপতি
আবার সোমবার প্রাথমিক নিয়োগ নিয়ে মামলার শুনানি চলাকালীন এক মহিলা মাননীয় বিচারপতিকে অনুরোধ করেন তাঁর কথা শোনার। তিনি বলেন, 'ধর্মাবতার আমার কথা একটু শুনুন। আপনিই ভরসা।' ঠিক তখনই মাননীয় বিচারপতি বলেন, 'আমি আর আগের মতো নেই। আর আমি ভগবান নই। শয়তান হয়ে গিয়েছি। ভগবান থেকে শয়তান।' যদিও সেই মহিলাকে বিচারপতি জানান, বুধবার তিনি এই মামলা দেখতে পারেন। মামলা হবে।
মাননীয় বিচারপতির মুখে একথা শুনে সেই ভদ্রমহিলা বলেন, 'কয়েক বার আত্মহত্যা করতে গিয়েছিলাম। সন্তানের মুখের দিকে চেয়ে করতে পারিনি। আগে মামলা করেও কিছু হয়নি। আপনি সাহায্য করুন। আপনাকে ভগবানের মতো দেখি।'