Kaustav Bagchi: গ্রেফতার কৌস্তব বাগচী, ভোররাতে বাড়িতে পুলিশি হানা

শনিবার কাক ভোরে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে গেল কলকাতা পুলিশের টিম। সকাল পৌনে আটটা পর্যন্ত বটতলা থানার ওই টিম কৌস্তভের বাড়িতেই রয়েছে। এরমধ্যেই তরুণ কংগ্রেস নেতাটি ফেসবুকে পোস্ট করেন লেখেন, ‘অবশেষে গ্রেফতার হলাম।’

Advertisement
গ্রেফতার কৌস্তব বাগচী, ভোররাতে বাড়িতে পুলিশি হানাছবি-ফেসবুক।
হাইলাইটস
  • শনিবার কাক ভোরে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে গেল কলকাতা পুলিশের টিম।
  • সকাল পৌনে আটটা পর্যন্ত বটতলা থানার ওই টিম কৌস্তভের বাড়িতেই রয়েছে।

শনিবার কাক ভোরে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে গেল কলকাতা পুলিশের টিম। সকাল পৌনে আটটা পর্যন্ত বটতলা থানার ওই টিম কৌস্তভের বাড়িতেই রয়েছে। এরমধ্যেই তরুণ কংগ্রেস নেতাটি ফেসবুকে পোস্ট করেন লেখেন, ‘অবশেষে গ্রেফতার হলাম।’ ব্যারাকপুরে ওল্ড ক্যালকাটা রোডে কৌস্তভের বাড়ি। আইনজীবী বাড়িতেই রয়েছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী প্রীতি কর। কৌস্তভের বাড়িতে পুলিশ গিয়েছে শুনে তাঁর বন্ধুবান্ধবরাও সেখানে পৌঁছে গিয়েছেন। বেশ কিছু সিপিএম-কংগ্রেস কর্মীও জড়ো হয়েছেন সেখানে। 

জানা গেছে, তল্লাশি করা হয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচির (Kaustav Bagchi) বাড়িতে। শনিবার ভোর থেকে তল্লাশি শুরু হয়েছে। আইনজীবীর বাবার দাবি, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ করেছিলেন কৌস্তভ। সে কারণেই এভাবে পুলিশ পাঠানো হয়েছে বলে মনে করছেন তিনি। প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর অভিযোগ, কোনও নির্দিষ্ট নোটিস না নিয়েই তাঁর বাড়িতে হাজির হয়েছে পুলিশ।

কৌস্তভ জানিয়েছেন, রাত ৩ টে নাগাদ হঠাৎ তাঁর বাড়িতে কলিং বেল বাজে। দরজা খুলে তিনি দেখেন হাজির হয়েছে একদল পুলিশ। আইনজীবীকে গ্রেফতার করার কথাও বলা হয়। নিজে আইনজীবী হওয়ায় গ্রেফতারি পরোয়ানা আছে কি না আগে দেখতে চান কৌস্তভ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। উত্তর ২৪ পরগনার বারাকপুরের বাসিন্দা কৌস্তভের বাড়িতে কলকাতার বটতলা থানার ১২ জন পুলিশের একটি দল গিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

কৌস্তভের বাবা কুশল বাগচি বলেন, আমার ছেলে কোনও সন্ত্রাসবাদী নয় যে তাঁর বাড়িতে রাত ৩ টের সময় পুলিশ পাঠাতে হবে। সম্পূর্ণভাবে প্রতিহিংসার রাজনীতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

আরও পড়ুন-পুলিশের জন্য সুখবর, পুজোয় ডিউটির জন্য মিলবে বাড়তি ছুটি 

 

POST A COMMENT
Advertisement