
পুলিশের জন্য সুখবর, পুজোয় ডিউটি করার জন্য বাড়তি ছুটি পাবেন কর্মীরা। তাঁদের বাড়তি ১০ দিন ছুটি দেওয়া হবে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, পুজোর সময় এবং অন্যান্য সরকারি ছুটির দিনে যেসব পুলিশ কর্মীরা সাতদিনের বেশি ডিউটি করেছেন তাঁরা বাড়তি ৮ দিনের কম্পেনশেটরি ক্যাজুয়াল লিভ এবং দুদিনের স্পেশ্যাল লিভ পাবেন।
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা এই ছুটি নিতে পারবেন। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড বাহিনীর স্বেচ্ছাসেবকরা এই ছুটি পাবেন। এক কথায়, পুলিশের জন্য বড় সুখবর বলা যেতে পারে।
পুলিশের একাংশের মতে, বাহিনীর নিচুতলার কর্মীরা বকেয়া ডিএ না পেয়ে এমনিতেই অখুশি। প্রায় মহালয়া থেকে তাঁদের টানা ডিউটি করতে হয়। গভীর রাত পর্যন্ত ডিউটি করতে হয় পুলিশকর্মীদের। নিজের পরিবার-পরিজনকে ভুলে পুজোর ক’দিন দশ-বারো ঘণ্টা ডিউটি করেন পুলিশকর্মীরা। যেকারণেই এই ছুটি দেওয়া হচ্ছে।
পুলিশের খবর, বাহিনীর নিচু তলায় ক্ষোভ বেড়েছে। পুজোয় ডিউটির জন্যে সাত দিন অতিরিক্ত ছুটি ধার্য হয়েছিল রাজ্য পুলিশের এনভিএফ কর্মীদের জন্য। অভিযোগ বিজ্ঞপ্তি জারি না-হওয়ায় এনভিএফ কর্মীরা পাওনা ছুটি থেকে বঞ্চিত হয়েছেন। করোনা আবহে কলকাতাতেই নিচু তলার ক্ষোভ টের পেয়েছে প্রশাসন। নিচু তলার কর্মীদের ক্ষোভ প্রশমনে পুলিশকল্যাণ পর্ষদ গড়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-অ্যাডেনোভাইরাসের দাপট অব্যহত, ৭ দিনে রাজ্যে প্রাণ হারাল ৩০ শিশু