মেট্রোর মুকুটে নতুন পালক। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ৫.৪ কিলোমিটার পর্যন্ত অংশ যেকোনও দিন চালু হয়ে যেতে পারে। কলকাতা মেট্রোর তরফে আজ, রবিবার একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। নতুন পাঁচটি মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে বাংলার প্রবাদপ্রতিম কিছু মানুষের নামে। যারমধ্যে রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য স্টেশনটি।
কবি সুভাষ প্রান্ত থেকে এই প্রসারিত পাঁচটি স্টেশনের মধ্যে কবি সুকান্ত মেট্রো স্টেশনটি চতুর্থ স্টেশন হতে চলেছে। এই স্টেশনটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল এলাকা কালিকাপুরের মানুষকে পরিষেবা দেবে। এছাড়াও এই এলাকায় কয়েকটি বিখ্যাত বড় হাইরাইজ রয়েছে। অভিষিক্তা, রুচিরা রেসিডেন্সির মতো এই হাই-রাইজ কমপ্লেক্সের বাসিন্দারা মেট্রোর এই প্রসারিত বাণিজ্যিক কার্যক্রম শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যাতে তারা কোনও ঝামেলা ছাড়াই পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড এলাকায় পৌঁছাতে পারবেন। প্রিন্স আনোয়ার শাহ রোড থেকেও এই স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। নবনির্মিত কবি সুকান্ত মেট্রো স্টেশন তৈরি হয়েছে অত্যাধুনিক যাত্রী সুবিধা অনুযায়ী।
এই স্টেশনে ৮টি এসকেলেটর, ৪টি লিফট রয়েছে। এছাড়াও ১২টি সিঁড়িও থাকবে। কবি সুকান্ত স্টেশনে ১৮০ মিটার দৈর্ঘ্যের দুটি প্রশস্ত প্ল্যাটফর্মও থাকবে। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার, বসার বেঞ্চ, প্রাথমিক চিকিৎসার ঘর, মহিলাদের জন্য টয়লেট, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, সিসিটিভি নজরদারি ব্যবস্থা, এএফসি-পিসি গেটস, জরুরী আলোর ব্যবস্থা থাকবে। যাত্রী। স্টেশনটিও সুন্দরভাবে ম্যুরাল এবং পেইন্টিং এবং শিল্পকর্ম দিয়ে সজ্জিত করা হয়েছে। নান্দনিকভাবে ডিজাইন করা এই স্টেশনটি অবশ্যই একটি অনন্য ভ্রমণের অভিজ্ঞতাই দেবে।
এই স্টেশনটি কালিকাপুর এলাকাতে অবস্থিত। স্টেশনটির আগের স্টেশন হল ১.৬ কিলোমিটার দূরে অবস্থিত জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন এবং পরবর্তী স্টেশন হল ১.৪ কিলোমিটার দূরে অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার যাত্রাপথে থাকছে পাঁচটি স্টেশন। কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়।
আরও পড়ুন-উচ্চমাধ্যমিকের জন্য হাওড়া-শিয়ালদা রুটে বাস-ট্রেনে কী কী সুবিধে ? বিস্তারিত