Higher Secondary: উচ্চমাধ্যমিকের জন্য হাওড়া-শিয়ালদা রুটে বাস-ট্রেনে কী কী সুবিধে ? বিস্তারিত

১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (higher secondary) এবং একাদশের পরীক্ষা। চলতিবছর প্রায়  ৮.৫২ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবে। গতবছর ৭.৪৫ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিয়েছিল। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তাই বিশেষ পরিষেবার ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারি বাস (bus) এবং লোকাল ট্রেনে (train)।

Advertisement
উচ্চমাধ্যমিকের জন্য হাওড়া-শিয়ালদা রুটে বাস-ট্রেনে কী কী সুবিধে ? বিস্তারিত
হাইলাইটস
  • ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (higher secondary) এবং একাদশের পরীক্ষা।
  • চলতিবছর প্রায়  ৮.৫২ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবে।

১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (higher secondary) এবং একাদশের পরীক্ষা। চলতিবছর প্রায়  ৮.৫২ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবে। গতবছর ৭.৪৫ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিয়েছিল। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তাই বিশেষ পরিষেবার ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারি বাস (bus) এবং লোকাল ট্রেনে (train)।

সূত্রের খবর, পরীক্ষার দিনগুলিতে হাওড়া এবং শিয়ালদা শাখায় একাধিক লোকাল ট্রেন প্রায় সব স্টেশনেই থামবে। হাওড়া লাইনের বেলমুড়ি, জনাই এবং শিয়ালদা লাইনের জগদ্দল, কাঁকিনাড়া, সংহতি হল্টের মতো একাধিক স্টেশনে ট্রেন দাঁড়াবে। সব ট্রেন ওই স্টেশনগুলিতে সাধারণত দাঁড়ায় না। কিন্তু পরীক্ষার্থীদের সুবিধার জন্যই সব স্টেশনে ট্রেন দাঁড়াবে। সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিটের মধ্যে সেই স্পেশ্যাল ট্রেনগুলি নির্দিষ্ট রুটে চলার সময় এসব স্টেশনে থামবে।

শিয়ালদা লাইনের এই স্পেশ্যাল ট্রেনের তালিকায় রয়েছে, শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি (৩১৮১৯ এবং ৩১৮১৮), লালগোলা-শিয়ালদহ (০৩১১৬), গেদে-শিয়ালদহ (৩১৯১৬), বারাসত-বনগাঁ (৩৩৩৬২ এবং ৩৩৩৬৩)-সহ মোট ১৫টি ট্রেন। অন্যদিকে, হাওড়া লাইনে গণদেবতা এবং আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস লোহাপুর স্টেশনে থামবে। কর্ড শাখার বেলমুড়ি, জনাই রোড স্টেশনগুলিতেও এক মিনিট করে দাঁড়াবে এই স্পেশ্যাল ট্রেনগুলি।

অন্যদিকে, কলকাতার পাশাপাশি গোটা রাজ্যেই বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, প্রায় ১৫টি রুটে এই বাস চলবে। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে যে সব রুটে এই বিশেষ বাসগুলি চলবে, তার মধ্যে রয়েছে গড়িয়া, যাদবপুর, টালিগঞ্জ ঠাকুরপুকুর, সরশুনা, ব্যারাকপুর, ডানলপ ও হাওড়া। এই সমস্ত এলাকাগুলির মধ্যে বিভিন্ন রুট দিয়ে একাধিক বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। কাঁকুরগাছি, বেহালা, কুঁদঘাট, বিমানবন্দরের মতো এলাকাগুলোতেও উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার জন্য বিশেষ বাস চলবে।

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকের পাহারায় বিশেষ যন্ত্র, রেজাল্ট কবে?

 

Advertisement

POST A COMMENT
Advertisement