সকালে বাস স্টপে হাজির হয়েছিলেন নিত্যযাত্রীরা। জরুরি কাজে যাওয়ার তাড়া অনেকের। তবে বাস নেই। সাত সকালে বিপাকে পড়লেন যাত্রীরা। সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে নাগেরবাজার থেকে গোলপার্কের বাস পরিষেবা। ২২১ নম্বর রুটের বাসগুলি ঠায় দাঁড়িয়ে। তবে চালাতে নারাজ চালক ও কানডাক্টর! কী কারণে এমন পরিস্থিতি?
নাগেরবাজার থেকে গোলপার্ক পর্যন্ত চলাচল করে ২২১ নম্বর বাস। উত্তর ও দক্ষিণ কলকাতার সংযোগ করে এই বাস। সোমবার অফিসের প্রথম দিন। অনেকেরই ভরসা এই বাস। কিন্তু সকাল থেকে পরিষেবা বন্ধ! যার জেরে সমস্যায় পড়লেন বাস যাত্রীরা। এ দিন সকালে নাগেরবাজারে ২২১ বাস রুটের স্ট্যান্ডে গিয়ে যাত্রীরা দেখতে পান বাস পরিষেবা বন্ধ। যার জেরে সমস্যায় পড়েন বহু যাত্রী।
কেন বাস চালাচ্ছেন না চালকরা? জানা গিয়েছে, মালিকপক্ষ ও বাসকর্মীদের বিবাদের জেরেই বন্ধ হয়েছে পরিষেবার। ঘটনার সূত্রের রবিবার। শ্যামনগরে পিকনিকে গিয়েছিলেন বাস মালিক ও কর্মীরা। সেখানেই কোনও একটি ঘটনা নিয়ে শুরু হয় বচসা। তা থেকে হাতাহাতি। বাসকর্মীদের মালিকরা মারধর করেছেন বলে অভিযোগ। এমনকি গুলি করে মারার হুমকিও দেওয়া হয় বলে দাবি বাস কর্মীদের। এমনকি পিকনিক সেরে এলাকায় ফিরেও মালিকপক্ষের হাতে মার খান তাঁরা। বাস কর্মীদের অভিযোগ, ডায়াবেটিস আক্রান্ত এক বাস চালককে মারধর করা হয়।
বাস কর্মীদের দাবি, প্রায়ই মালিকপক্ষের অত্যাচারের শিকার হতে হয় তাদের। তাঁদের বকেয়া অর্থ দেওয়া হচ্ছে না। সে কারণে তাঁরা বাস পরিষেবা বন্ধ করেছেন। যতক্ষণ না তাঁদের সমস্ত দাবি মানা হবে,ততক্ষণ তাঁরা পরিষেবা বন্ধ রাখবেন।
বাস পরিষেবা বন্ধের কারণে সমস্যায় পড়েছেন বাস যাত্রীরা তা মেনে নিয়েছেন বাস মালিক থেকে কর্মীরা। মালিক পক্ষের দাবি, পিকনিকে কোন গন্ডগোল হলে তা অবাঞ্ছিত। শ্রমিকদের বোঝানো হচ্ছে তাঁরা যেন বাস চালান। আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানো হবে।
আরও পড়ুন- ট্রেনের ভাড়ায় বড় ছাড়? সংসদে যা জানাল রেলমন্ত্রক