Kolkata Metro Rail: দোল ও হোলিতে বাতিল বহু মেট্রো, বদল টাইম টেবিলেও, রইল লিস্ট
৭ তারিখ মঙ্গলবার ও ৮ তারিখ বুধবার ব্লু লাইন এবং গ্রিন লাইনে অন্যদিনের তুলনায় কম মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল। ৭ তারিখ দোলযাত্রার দিন পার্পল লাইনে কোনও মেট্রো চলবে না।
কলকাতা মেট্রো- কলকাতা,
- 03 Mar 2023,
- (Updated 03 Mar 2023, 5:37 PM IST)
হাইলাইটস
- অন্যদিনের তুলনায় কম মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল
- ৭ তারিখ দোলযাত্রার দিন পার্পল লাইনে কোনও মেট্রো চলবে না
দোলযাত্রা ও হোলির জন্য কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail) সময়সূচিতে বড় পরিবর্তন। ৭ তারিখ মঙ্গলবার ও ৮ তারিখ বুধবার ব্লু লাইন এবং গ্রিন লাইনে অন্যদিনের তুলনায় কম মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল। ৭ তারিখ দোলযাত্রার দিন পার্পল লাইনে কোনও মেট্রো চলবে না। যদিও পরেরদিন পরিষেবা আগের মতোই মিলবে।
- দোলযাত্রার জন্য মঙ্গলবার কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে ৬০টি মেট্রো চালানো হবে।
- ওই দিন সকালের পরিবর্তে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর আড়াইটে থেকে।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে দুপুর আড়াইটেতে।
- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রোও মিলবে আড়াইটের সময়।
- দমদম থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টো ৩০ মিনিটে।
- সকাল ৭টার পরিবর্তে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো চলাচলা শুরু হবে দুপুর ২টো ৩০ মিনিটে।
- শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।
আরও পড়ুন: Eastern Railway Cancelled Trains: মার্চে ভোগান্তি ট্রেন যাত্রীদের, মাসজুড়ে হাওড়া থেকে বাতিল বহু লোকাল; তালিকা
হোলির জন্য বুধবারও মেট্রো কম চলবে। ওই দিন ২৮৮টি মেট্রোর পরিষেবার পরিবর্তে ১৮৮টি মেট্রো চালানো হবে। এর মধ্যে ১৬৪টি মেট্রো কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চালানো হবে। প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
দোলযাত্রার জন্য মঙ্গলবার গ্রিন লাইনেও হাতে গোনা মেট্রো চলবে। ১০৬টি মেট্রোর পরিবর্তে মাত্রা ২২টি মেট্রো চালানো হবে। ওই দিন এই রুটে পরিষেবা শুরু হবে দুপুর ৩টে থেকে। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে। দুই প্রান্তিক স্টেশন শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। এছাড়াও পরের দিন হোলির জন্য ১০৬টি মেট্রোর পরিবর্তে ৯০টি মেট্রো চলবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত। প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে, জোকা থেকে তারাতলা পার্পল লাইনে ৭ তারিখ মঙ্গলবার কোনও পরিষেবা পাওয়া যাবে না। তবে পরেরদিন অর্থাৎ ৮ তারিখ এই লাইনে মেট্রো চলবে।