পুজোর আগেই নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো চালু করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক হল নবান্নে। শুক্রবার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের অগ্রগতির জন্য একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকে।
মুখ্যসচিব এইচ.কে দ্বিবেদী জানিয়েছেন, মেট্রোর তরফে ভিআইপি বাজার, চিংরিঘাটা এবং মেট্রোপলিটন চৌরাস্তা একাধিক জায়গায় বিভিন্ন বাধা তৈরি হয়েছে। যেকারণে মেট্রো চালু করার ক্ষেত্রে দেরি হচ্ছে। ওইসব বাধা মিটিয়ে দ্রুত কাজ শুরু করতেই ওই বৈঠক হয়েছে।
নিউ গড়িয়া এবং রুবির মধ্যে একটি ৫.৪ কিমি প্রসারিত করা রেলওয়ে নিরাপত্তা কমিশনারের কাছ থেকে শর্তসাপেক্ষ অনুমোদন পেয়েছে। এই বছরের বাজেটের পরে মেট্রো রেলওয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরের শেষ নাগাদ করিডোরটি সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত বাড়ানো হবে।
রাস্তা খোঁড়ার সময় ভূগর্ভস্থ CESC কেবলের সম্ভাব্য ক্ষতির বিষয়টি বৈঠকে উঠে আসে। আরভিএনএলের একজন আধিকারিক বলেছেন যে, আশেপাশে অন্য একটি প্রসারিত অংশের খনন করার সময় কোনও ভূগর্ভস্থ কেবল ছিল না। তাই এবার মেট্রোর খননের সময় সিএসসি-র আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
এছাড়াও চিংড়িঘাটা ও মেট্রোপলিটন মোড়ে ভায়াডাক্টের ফাঁক পূরণ করতে ট্রাফিক ব্লক প্রয়োজন। তারপর ট্রায়াল রান শুরু হবে। যা পরীক্ষার মরসুম মেটার পর হবে।
আরও পড়ুন-'বান্ডিলে প্যাক করে দেব,' প্রকাশ্যে পুলিশকে হুঁশিয়ারি মদনের