বর্ষা নামতেই বেহাল কলকাতার রাস্তা। প্রতি বছর বর্ষাতেই খানাখন্দময় রাস্তা নিয়ে ভোগান্তির শিকার হতে হয় শহরবাসীকে। এ বারও তা থেকে রেহাই মেলেনি। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যাচ্ছে, খানাখন্দে ভরা বহু রাস্তা। কোথাও আবার তাপ্পির পরেও অবস্থা ফের বেহাল। ফলে টানা বৃষ্টি হলে পথের অবস্থা আবারও যে-কে-সেই হয়ে দাঁড়াতে পারে। বর্ষার মরসুমে শহরের রাস্তার বেহাল দশা বিশেষ ব্যবস্থা নিল কলকাতা পুরসভা।
পুরসভা পুলিশকে প্রস্তাব দিয়েছে যে, তারা বছরে দুবার না করে ১০ দিন বা এক পাক্ষিকে একবার শহরের খারাপ রাস্তাগুলির একটি তালিকা দিক। আধিকারিকরা জানিয়েছেন যে, বুধবার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সিভিক ইঞ্জিনিয়াররা প্রস্তাবটি উত্থাপন করেন। পুর কর্তৃপক্ষ চান, পুলিশ দ্রুত রাস্তাগুলি মেরামতের অনুমতি দিক। এক আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন পর খারাপ রাস্তার তালিকা পেলে সেগুলি মেরামত করতে অনেক সময় লেগে যায়।
কলকাতা পুলিশ সাধারণত বছরে দুবার পুরসভাকে খারাপ রাস্তার তালিকা দেয় — বর্ষা শুরুর আগে এবং পুজোর আগে। বর্ষাকালে কখনও কখনও নাগরিক সংস্থার কাছে পৃথক তালিকাও দেওয়া হয়। এবার পুলিশকে অনুরোধ করা হয়েছে অন্তত ১০দিন অন্তর খারাপ রাস্তার তালিকা দিক তারা।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যেখানে পুলিশ নিয়মিতভাবে খারাপ রাস্তা বা আলোর অভাব সম্পর্কে পোস্ট করে।
এখন কলকাতার পার্ক সার্কাস সংযোগকারী ৪ নম্বর ব্রিজে গর্ত রয়েছে বলে খবর মিলেছে। এছাড়াও বালিগঞ্জ ব্রিজের পূর্ব ঢালে, ইএম বাইপাসের প্রসারিত অংশে, ইএম বাইপাসে বাঘাযতীন সেতুর ঢালের কাছে এবং সল্টলেক বাইপাসে গর্ত রয়েছে।