ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কনস্টেবলের। মৃত পুলিশকর্মীর নাম অভীক মিত্র (৪৯)। নদিয়ার শান্তিপুরের ২ নম্বর ওয়ার্ডের বাইগাছি ওস্তাগার পাড়ায় তাঁর বাড়ি। শুক্রবার সকালে অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে, মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই কনস্টেবলের দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঘুম থেকে উঠে ডিউটিতে যাওয়ার আগে নিজের উর্দি নিজেই ইস্ত্রি করতেন অভীকবাবু। এদিনও ইস্ত্রি করছিলেন। সেই ইস্ত্রিতেই কোনও কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। লুটিয়ে পড়েন মাটিতে। তাঁর চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন অভিকবাবুর স্ত্রী মৌমিতা মিত্র ও তাঁদের ছেলে। তাঁরা জানান, ছুটে এসে দেখেন তিনি পড়ে রয়েছেন। হাত-পা পুরো ঠান্ডা। তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় শোকে ভেঙে পড়েছে পরিবার। তাঁর স্ত্রী জানান, অভিকবাবুর পায়ে গরম ইস্ত্রির পোড়া দাগও দেখতে পেয়েছেন তাঁরা
জানা গেছে, ২০০২ সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে যোগ দেন অভীক। ১৪ বছরের দুই যমজ ছেলে রয়েছে তাঁর। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন অভীক। তাঁর মৃত্যুতে শোক এবং দুশ্চিন্তায় গোটা পরিবার। এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন-কলকাতায় আর একটি মহিলা থানা, এবার সার্ভে পার্কে