Kumortuli Kolkata: কারিগর কই? ঠাকুর তৈরি থমকে কুমোরটুলিতে

ভোট দিতে বাড়ি গিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে কুমোরটুলিতে আসা কারিগররা। কিন্তু ভোট মিটলেও বিক্ষিপ্ত হিংসা, ও রাজনৈতিক অস্থিরতার জন্য বহু কারিগর এখনও কুমোরটুলি ফেরেননি। যেকারণে প্রতিমা তৈরির কাজে ব্যাঘাত ঘটছে। কুমোরটুলির বেশ কয়েকজন শিল্পী জানিয়েছেন যে, তাঁরা লক্ষ্মী এবং কালীর মূর্তিগুলির প্রাথমিক কাজ শুরু করেছিলেন। কিন্তু, কারিগরের অভাবে সেই কাজ থমকে রয়েছে।

Advertisement
কারিগর কই? ঠাকুর তৈরি থমকে কুমোরটুলিতেফাইল ছবি।
হাইলাইটস
  • ভোট দিতে বাড়ি গিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে কুমোরটুলিতে আসা কারিগররা।
  • কিন্তু ভোট মিটলেও বিক্ষিপ্ত হিংসা, ও রাজনৈতিক অস্থিরতার জন্য বহু কারিগর এখনও কুমোরটুলি ফেরেননি।

ভোট দিতে বাড়ি গিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে কুমোরটুলিতে আসা কারিগররা। কিন্তু ভোট মিটলেও বিক্ষিপ্ত হিংসা, ও রাজনৈতিক অস্থিরতার জন্য বহু কারিগর এখনও কুমোরটুলি ফেরেননি। যেকারণে প্রতিমা তৈরির কাজে ব্যাঘাত ঘটছে। কুমোরটুলির বেশ কয়েকজন শিল্পী জানিয়েছেন যে, তাঁরা লক্ষ্মী এবং কালীর মূর্তিগুলির প্রাথমিক কাজ শুরু করেছিলেন। কিন্তু, কারিগরের অভাবে সেই কাজ থমকে রয়েছে।

৬ জুলাই ভোট দিয়ে যাওয়ার ছুটি নিয়েছিলেন বেশিরভাগ কারিগর। ৮ তারিখ ভোট দিয়ে ৯ তারিখ ফেরার কথা ছিল নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪-পরগনার কারিগরদের। কিন্তু তাঁরা শুক্রবার পর্যন্ত ফেরেননি বলেই জানা গেছে।
কুমোরটুলিতে দক্ষ কারিগরদের রোজ পারিশ্রমিক ৫০০ থেকে ১০০০ টাকা। ওভারটাইম করলে দিনের মজুরির দেড়গুন পারিশ্রমিক। আগামী তিনমাস যদি পাঁচজন দক্ষ কর্মী নিয়ে কোনও শিল্পীকে কাজ করতে হয়, তাহলে তা খুবই সমস্যার বলে জানাচ্ছেন কুমোরটুলির অনেকে। যেকারণে একদিন কাজ বন্ধ থাকাও সমস্যার। কারণ কয়েকদিন পরেই এই শিল্পীদের একাংশ গণেশ তৈরির জন্য মুম্বই-পুণে চলে যাবে। তখন কারিগর আরও কমবে।

কুমোরটুলিতে ৩৬০ জন শিল্পীর মধ্যে বেশিরভাগই এখন লক্ষ্ণী ও কালী তৈরি করছেন। যাতে দুর্গা প্রতিমা তৈরির সময় কোনও আলাদা কাজ না থাকে। 

উল্লেখ্য, কুমোরটুলিতে রথযাত্রার দিন থেকেই দুর্গা প্রতিমার অর্ডার ঢোকা শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে জোর কদমে। বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে ফাইবার গ্লাসের প্রতিমা। তৈরি হচ্ছে থিমের প্রতিমা। বাড়ির পুজো ও সাবেকি বারোয়ারি প্রতিমাও তৈরি হচ্ছে জোর কদমে। এই পরিস্থিতিতে কারিগর কম থাকায় সময়ে কাজ শেষ করা নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা।

 

POST A COMMENT
Advertisement