সারদা কাণ্ড : প্রথম গ্রেফতারি মামলায় অভিযোগ-মুক্ত কুণাল, তোপ দলেরই একাংশকে

সারদা গোষ্ঠীর মিডিয়া কর্মীদের বেতন এবং প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলায় ২০১৩ সালে প্রথম গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। সেই মামলাকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ।

Advertisement
সারদা-কাণ্ড : প্রথম গ্রেফতারি মামলায় অভিযোগ-মুক্ত কুণালকুণাল ঘোষ
হাইলাইটস
  • অভিযোগ মুক্ত কুণাল ঘোষ
  • ঘোষণা কলকাতা হাইকোর্টের
  • নিশানা দলেরই একাংশকে

সারদা মামলায় বড়সড় স্বস্তি কুণাল ঘোষের। প্রথম গ্রেফতারি মামলা থেকে অভিযোগমুক্ত হলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র। এমপি-এমএলএ কোর্টের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য বৃহস্পতিবার তাঁকে অভিযোগ মুক্ত বলে ঘোষণা করেন। একইসঙ্গে সারদাকাণ্ডে প্রথম গ্রেফতারি মামলায় অভিযোগ মুক্ত বলে ঘোষণা করা হয় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং সোমনাথ দত্তকেও। 

এদিকে অভিযোগমুক্ত হওয়ার পর আদালত চত্বরেই দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা যায় কুণাল ঘোষকে (Kunal Ghosh)। সরাসরি কারও নাম না করলেও কুণাল ঘোষ বলেন, "যাঁরা আমার গ্রেফতারের পিছনে ছিলেন, তাঁদের চিনি। তাঁরাও আমাকে চেনেন। দু-তিন জন ভুল বোঝানোর কাজ করেছিলেন। ব্যক্তিগত রাগ মেটাতে ভুল গল্প তৈরি করেছিলেন। গ্রেফতারের দিন দলের কেউ সাহায্য করেননি। আমার লড়াই আমার মতো লড়ে নেব।"

প্রসঙ্গত, সারদা গোষ্ঠীর মিডিয়া কর্মীদের বেতন এবং প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলায় ২০১৩ সালে প্রথম গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। সেই মামলাকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, "অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছিল। অকারণ আমার মক্কেলকে হয়রান করা হয়েছে।" এমনকি এই নিয়ে আদালতেও ক্ষোভ প্রকাশ করত দেখা যায় তাঁকে। আদালতে এদিন বিচারক বলেন, "শুধু কুণাল নন, অভিযুক্ত সকলকেই ডিসচার্জড ঘোষণা করছি।"

আরও পড়ুনব্যাপক নিয়োগ শুরু হচ্ছে রেলে, আগামী একবছরে কত জানেন?

আরও পড়ুননিজেকে ২০০ বারের বেশি বিষধর সাপের ছোবল খাইয়েছেন ইনি, কেন?

 

POST A COMMENT
Advertisement