scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Railway Recruitment 2022 : ব্যাপক নিয়োগ শুরু হচ্ছে রেলে, আগামী একবছরে কত জানেন?

প্রতীকী ছবি
  • 1/6

প্রায় সারা বছরই ভারতীয় রেলের কোনও না কোনও শাখায় কোনও না কোনও পদে নিয়োগ চলতে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি চাকরির একটা বড় মাধ্যম হল রেল। 

প্রতীকী ছবি
  • 2/6

বহু মানুষই রেলে চাকরির প্রস্তুতি নেন এবং চেষ্টা করেন। এবার ফের একবার সেই ভারতীয় রেলে বিপুল চাকরির সুযোগ। 

প্রতীকী ছবি
  • 3/6

আগামী ১ বছরে রেলে ১ লক্ষরও বেশি নিয়োগ হবে (Railway Recruitment 2022) বলে জানা যাচ্ছে। বর্তমানে রেলে মোট শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ৫৪৭। তার মধ্যে ১ লক্ষরও বেশি পদে আগামী ১ বছরের মধ্যেই নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। 

 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এই বিষয়ে রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ (Darshana Jardosh) জানাচ্ছেন, 'প্রধানমন্ত্রী (PM Narendra Modi) যা বলেন তা করেন। আমারা যা সংকল্প করেছি তা পূরণ করব।' 

প্রতীকী ছবি
  • 5/6

তিনি আরও বলেন, যেখানে বুলেট ট্রেন (Bullet Train) তৈরি হচ্ছে সেখানে মানুষ অনেক সমালোচনা করেছেন, কিন্তু কেউ এটা বললেন না যে, সেখানে ১ লক্ষ মানুষের কর্মসংস্থানও হয়েছে। 

আরও পড়ুন'KBC লটারি' চলছে WhatsApp-এ, লোভে পা দিলেই নিঃস্ব, কী সেটা?

প্রতীকী ছবি
  • 6/6

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যেখানে উন্নয়ন হয়, সেখানে বাকি সিস্টেমও তৈরি হয়। শুধু সরকারি চাকরি নয়, যেখানেই বিকাশের রাজনীতি হয়, সেখানেই মানুষ কাজের সঙ্গে যুক্ত হন। 
 

Advertisement