Mamata Banerjee: রাজ্যে নতুন ৭ জেলা, এক নজরে কোন কোন জেলা ভাগ হল

পশ্চিমবঙ্গের মানচিত্রে জায়গা পেল নতুন ৭ জেলা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজের সুবিধার জন্য আগেই জেলা ভাগের কথা জানিয়েছিলেন।

Advertisement
রাজ্যে নতুন ৭ জেলা, এক নজরে কোন কোন জেলা ভাগ হল মমতা বন্দ্য়োপাধ্যায়- ফাইল ছবি।
হাইলাইটস
  • রাজ্যে নতুন ৭ জেলা।
  • নবান্নে ঘোষণা মমতার।

পশ্চিমবঙ্গের মানচিত্রে জায়গা পেল নতুন ৭ জেলা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজের সুবিধার জন্য আগেই জেলা ভাগের কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনাই বাস্তবায়িত হল। এ দিন ৭ নতুন জেলার নাম জানালেন মমতা। 

নতুন ৭টি জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'প্রশাসনিক কাজের সুবিধায় ৭টি নতুন জেলা হচ্ছে রাজ্যে। মুর্শিদাবাদ আলাদা জেলা থাকছে। আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে, বহরমপুর-জঙ্গিপুর ও কান্দি। নদিয়া জেলা ভেঙে রানাঘাট জেলা গঠিত হবে। উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে। এর মধ্যে বনগাঁ-বাগদা নিয়ে ইছামতী জেলা নাম দিয়েছি। বসিরহাট মহকুমা নিয়েও নতুন জেলা তৈরি হচ্ছে। এখনও নাম ঠিক করিনি। বাঁকুড়ায় তৈরি হচ্ছে আলাদা বিষ্ণুপুর জেলা। দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন নামে নতুন জেলা হচ্ছে।'

যে যে জেলাগুলি ভাগ হল একনজরে দেখে নেব

  • বিষ্ণুপুর
  • বহরমপুর-জঙ্গিপুর
  • কান্দি
  • সুন্দরবন
  • রানাঘাট
  • ইছামতী
  • বসিরহাট মহকুমা নিয়ে জেলা

মুখ্যমন্ত্রীর ঘোষিত ৭ জেলা- বিষ্ণুপুর, বহরমপুর-জঙ্গিপুর, কান্দি, সুন্দরবন, রানাঘাট, ইছামতী জেলা এবং বসিরহাট মহকুমা নিয়ে জেলা (এই জেলার নাম চূড়ান্ত হয়নি)। এর ফলে রাজ্যে জেলা সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০। ২০১৭ সালে পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম জেলা এবং দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়েছিল।

আরও পড়ুন- পরিবেশ বাঁচাতে ৬১ বছর পর আর সবুজ থাকছে না স্প্রাইট, কী রং হচ্ছে?

POST A COMMENT
Advertisement