scorecardresearch
 

Mamata Banerjee: 'ক্রিকেট টিমেও গেরুয়া রং...', রোহিত-শামিদের জার্সি নিয়ে ক্ষুব্ধ মমতা

গেরুয়া রং নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'সব কিছু গেরুয়া করে দিচ্ছে ওরা।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • গেরুয়া রং নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • এর পিছনের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

গেরুয়া রং নিয়ে এবার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'সব কিছু গেরুয়া করে দিচ্ছে ওরা। ইন্ডিয়ান ক্রিকেট টিমেও গেরুয়া রঙ লাগাতে চাইছে। প্র্যাক্টিসের সময় ক্রিকেটারদের গেরুয়া রং-র জার্সি পরতে হয়। ওঁরা লড়াই করে ম্যাচের সময়ে নীল রং-র জার্সি পরে।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমাদের ক্রিকেট দলের খেলোয়াড়রা সেরা খেলোয়াড়। আমি ওঁদের স্যালুট করি। আমি বিশ্বাস করি, ওঁরাই এবারে ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। কিন্তু ওঁদের গেরুয়া বানিয়ে দেওয়া হচ্ছে। জার্সিকে গেরুয়া করেছে। ওঁরা তো নীল রংয়ের জার্সি পরে ম্যাচ খেলে।'

এটা বলেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন। তিনি বলেন, 'এঁরা মেট্রোর রং গেরুয়া করে দিচ্ছে। নিজের নামে স্টেডিয়াম বানাচ্ছেন। এখন তো সব কিছুই নমো ( নরেন্দ্র মোদী ) নামে হচ্ছে। এরকম আমি কোনওদিন দেখিনি। দেশের নামে কিছু করুক, আমাদের আপত্তি নেই। গুজরাটের কোনও জনপ্রিয় নেতা যিনি ছিলেন, তাঁর নামে করুক তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এটা কি?'

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগেও একাধিক জায়গা গেরুয়া রঙের বিষয়ে বিজেপির বিরুদ্ধে সমালোচনা শোনা গিয়েছিল তাঁর মুখে। এর আগে তিনি একটি নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক থেকে বলেছিলেন, 'গেরুয়া একটি পবিত্র রং। ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীককে যদি ওরা অত্যাচারের প্রতি হিসেবে ব্যবহার করে তাহলে মানুষ মেনে নেবে না।’ 

 

Advertisement