Joka-Taratala Metro: নতুন বছরের আগেই সুখবর, জোকা-তারাতলা রুটে কবে থেকে ছুটবে মেট্রো?

আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জোকা-বিবাদীবাগ রুটে (Joka-BBD Bag Metro) চালু হয়ে যেতে পারে মেট্রো (Metro Rail) চলাচল। প্রথমে জোকা থেকে তারাতলা (Joka-Taratala Metro) পর্যন্ত ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে।

Advertisement
নতুন বছরের আগেই সুখবর, জোকা-তারাতলা রুটে কবে থেকে ছুটবে মেট্রো? ডিসেম্বরেই জোকা-তারাতলা রুটে ছুটবে মেট্রো
হাইলাইটস
  • জোকা স্টেশন থেকে তারাতলা পর্যন্ত থাকছে ৬টি স্টেশন
  • প্রাথমিকভাবে কাগজের টিকিট বিক্রি করা হবে

আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জোকা-বিবাদীবাগ রুটে (Joka-BBD Bag Metro) চালু হয়ে যেতে পারে মেট্রো (Metro Rail) চলাচল। প্রথমে জোকা থেকে তারাতলা (Joka-Taratala Metro) পর্যন্ত ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মেট্রো চালানোর জন্য মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন। ইতিমধ্যেই ট্রায়াল রান করা হয়েছে। একটি এসি রেক নিয়ে যাওয়া হয়েছে জোকা ডিপোতে। সেখান থেকে ইতিমধ্যেই লাইনে নামানো হয়েছে রেকটিকে।

জোকা স্টেশন থেকে তারাতলা পর্যন্ত থাকছে ৬টি স্টেশন। জোকার পর রয়েছে ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা। আপাতত সারাদিনে একটি ট্রেনই চালানো হবে। পরিষেবা চালু হওয়ার পর প্রাথমিকভাবে কাগজের টিকিট বিক্রি করা হবে। পরে টোকেন ব্যবস্থা চালু করা হবে। তারাতলার পর স্টেশগুলি হল-মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট ও এসপ্লানেড। জোকা থেকে তারাতলা পর্যন্ত রুটের দূরত্ব ৬.৫ কিলোমিটার। তারাতলা থেকে মোমিনপুর পর্যন্ত দূরত্ব ২.২৬ কিলোমিটার।

আরও পড়ুন:Dreams Indicates Danger: এই স্বপ্নগুলোই ইঙ্গিত দেয় বিপদের! দেখলেই সাবধান হয়ে যান

২০১০ সালে এই মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছিল। বরাদ্দ করা হয়েছিল ৫১৩৩.৩৮ কোটি টাকা। এবার এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর চালু হতে চলেছে এই মেট্রো।

POST A COMMENT
Advertisement