Sealdah Executive Lounge: এবার শিয়ালদা স্টেশনেই করানো যাবে ম্যাসাজ-ফিশ স্পা, দারুণ পদক্ষেপ রেলের

এই এক্সিকিউটিভ লাউঞ্জের নাম অভিনন্দন (Abhinandan)। শিয়ালদা স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের পাশে এই এক্সিকিউটিভ লাউঞ্জটি তৈরি করা হয়েছে। কাঠের কার্ভ, উজ্জ্বল আলো, সোফা, বই এবং গরম কফি, সবই যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত।

Advertisement
এবার শিয়ালদা স্টেশনেই করানো যাবে ম্যাসাজ-ফিশ স্পা, দারুণ পদক্ষেপ রেলেরশিয়ালদা স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জ
হাইলাইটস
  • সেকেন্ড ক্লাস ওয়েটিং লাউঞ্জে বিনামূল্যে বসার ব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য
  • শীতাতাপ নিয়ন্ত্রিত আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জে বসার জন্য টাকা দিতে হবে

যাত্রীদের সুবিধার্থে নজর রেলের। শিয়ালদা স্টেশনের (Sealdah station) এক্সিকিউটিভ লাউঞ্জকে (Modern Executive Lounge) আরও আধুনিক করে গড়ে তোলা হল। এই এক্সিকিউটিভ লাউঞ্জের নাম অভিবাদন (Abhibadan)। শিয়ালদা স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের পাশে এই এক্সিকিউটিভ লাউঞ্জটি তৈরি করা হয়েছে। কাঠের কার্ভ, উজ্জ্বল আলো, সোফা, বই এবং গরম কফি, সবই যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত।

নবরূপে সজ্জিত এই এক্সিকিউটিভ লাউঞ্জে দুই ধরনের পরিষেবা পাওয়া যাবে। সেকেন্ড ক্লাস ওয়েটিং লাউঞ্জে বিনামূল্যে বসার ব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য।

অন্যদিকে, শীতাতাপ নিয়ন্ত্রিত আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জে বসার জন্য টাকা দিতে হবে। প্রতি ঘণ্টায় ১০ টাকা চার্জ দিতে হবে। এছাড়াও, এখানে থাকছে বিশাল টিভি স্ক্রিন, ম্যাসাজ চেয়ার, ফিশ স্পা। চাইলে খানিক ঘুমিয়েও নিতে পারেন। তার জন্য বেড পাওয়া যাবে। খরচ হবে ৭৫ টাকা প্রতি ঘণ্টা। স্পা নিতে ১০ মিনিটে খরচ হবে ৭৫ টাকা।

আরও পড়ুন: Diabetic Patient Foods On Trains: সুগার রোগীদের জন্যও এবার স্পেশাল খাবার মিলবে ট্রেনে, মেনুতে কী কী?

POST A COMMENT
Advertisement