scorecardresearch
 

আনলক পর্বে রাজ্যে বন্ধই থাকছে স্কুল, সিলেবাস কমছে ৩০-৩৫%

শিক্ষামন্ত্রী জানিয়েছেন করোনার জেরে কাটছাঁট হতে চলেছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাসে । আগামী বছরের পরীক্ষা থেকেই এই সিলেবাসে কাটছাঁট হবে। পড়ুয়া ও অভিভাবকদের সুপারিশ মেনে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে।

Advertisement
Partha Chatterjee Partha Chatterjee
হাইলাইটস
  • এখনও এরাজ্যে খুলছে না স্কুলের দরজা
  • জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
  • পাশাপাশি মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কমছে সিলেবাস

করোনা কালে রাজ্যে প্রায় আটমাস বন্ধ হয়ে রয়েছে সমস্ত স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যেই দেশে আনলক পর্বে একাধিক রাজ্য স্কুল খোলার পথে হেঁটেছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খুলতেই পড়ুয়াদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার খবরও আসছে। আর সেদিকে লক্ষ্য রেখেই বঙ্গে আপাতত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তই বহাল রাখল রাজ্য সরকার। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, আপাতত এখনই রাজ্যে খুলছে না স্কুল। পাশাপাশি এবার মাধ্যযমিক ও উচ্চমাধ্যমিকে সিলেবাস কমানোর পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। 

হোমওয়ার্ক করছেন দিলীপ-মুকুল, ডিসেম্বরেই রাজ্যে মোদী !

এদিকে দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকায়  পঠন-পঠন একরকম বন্ধই আছে। এই পরিস্থিতিতে মাধ্যমিকের পরীক্ষা যথা সময়ে হবে নাকি পিছিয়ে পিছিয়ে যাবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন পরীক্ষার্থীরা। ২০২১ সালে যারা মাধ্যমিক দেবে, তাদের আড়াই মাসের মতো ক্লাস হয়েছে, তবে ২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একদিনও ক্লাস হয়নি স্কুলে। ফলে তাঁদের সিলেবাস বিন্দুমাত্র এগোয়নি। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন, এবারে আর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। সবাইকে সরাসরি ফাইনাল পরীক্ষায় বসার অনুমতি হবে। তবে 
 স্কুল বন্ধ থাকার কারণে এখনও শেষ হয়নি সিলেবাস। ফলে চিন্তায় রয়েছেন অভিভাবকরা। আর সেদিকে তাকিয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাস কমাতে চলেছে রাজ্য সরকার।

'বাঁচতে বিজেপি-র পায়ে পড়ছে বামেরা', আক্রমণ মমতার

শিক্ষামন্ত্রী জানিয়েছেন করোনার জেরে কাটছাঁট হতে চলেছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সিলেবাসে । আগামী বছরের পরীক্ষা থেকেই এই সিলেবাসে কাটছাঁট হবে। পড়ুয়া ও অভিভাবকদের সুপারিশ মেনে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে। পার্থবাবু বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের স্বার্থে সিলেবাস কমিটি সিলেবাস কমানোর কথা বলেছিল। অভিক মজুমদারের নেতৃত্বে এক্সপার্ট কমিটি এই সুপারিশ করে। সেই সুপারিশ অনুযায়ী পাঠ্যসূচি কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো। পড়ুয়াদের স্বার্থে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে৷  তবে বিষয়ভিত্তিক পাঠ্যসূচি কতটা কমছে, তা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে স্কুল বন্ধ থাকলেও করোনা আবহে কলেজ-বিশ্ববিদ্যালয় কবে খুলবে এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে এদিন জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। তাতে শিক্ষামন্ত্রী জানান, উপাচার্যদের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Advertisement

.

Advertisement