করোনা সংক্রমণ ঠেকাতে আরও কড়া পথে রাজ্য। নতুন করে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। যা চালু হবে ১৬ মে থেকে। বজায় থাকবে এক পক্ষকাল অর্থাৎ ১৫ দিনের জন্য। এদিন নবান্নে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায় এ কথা জানিয়েছেন।
দেখে নেওয়া যাক কী কী বন্ধ থাকবে-
আরও পড়ুন: পুজোমণ্ডপ এখন সেফ হোম! পথ দেখাল কলকাতার গল্ফ ক্লাব রোড
এর পাশাপাশি রাজ্য সরকার সবাইকে মাস্ক পরার আবেদন করেছে। রাজ্য জানাচ্ছে, এর আগে রাতে আকারণে কিছু মানুষ বিনোদনের জন্য বাইরে বের হচ্ছিলেন। এক পক্ষকাল এই অতিমারীর পরিস্থিতি আমাদের এটা মেনে চলতে হবে।
যাতে সবার স্বাস্থ্য সুরক্ষিত থাকে। প্রাণহানি কমে। তাই রাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। সবার জন্য এই বিধি লাগু হবে।
পুরো লকডাউনের পথে হাঁটতে চায় না রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই কথা জানিয়েছেন। এখন যেমন বিধিনিষেধ রয়েছে, তেমনই বজায় রাখতে চায় রাজ্য। যাতে মানুষের সমস্যা কমে। এদিন নবান্নে তিনি এমনই জানিয়েছেন।
এদিন তিনি বলেন, আমরা অনেক বিধিনিষেধ করেছি। লকডাউন না করে লকঢাউনের মতো, আচরণ, করি, হকারদের সময়। একদম লকডাউন করলে লোকে খেতে পাবে না। তাই আমরা একটা টাইম বেঁধে দিয়েছি। আমাদের মাস্ক পরতে হবে। হাত সাবান দিয়ে ধুতে হবে।
মমতা আরও জানিয়োছিলেন, লোকে তো খাবে বাজার করে। স্বর্ণকাররা চেয়েছিল ১২টা থেকে ৩টে। আরও কিছু ছাত্র-যুব আছে। সিনিয়র চান্স পায়নি। তাদের নিয়ে নেব।
তিনি আরও জানিয়েছিলেন, আমরা সবাইকে নিখরচায় টিকা দেব। যখনই কেন্দ্র আমাদের দেব। মানুষ এখন বিপদে। হাজারটা কাজ করতে গেলে একটা ভুল হতে পারে। আমাদের কাছে পাঠিয়ে দিন না।