scorecardresearch
 

Patna station viral video: পাটনার প্ল্যাটফর্মে পর্ন ভিডিও চালিয়েছিল কলকাতার 'দত্ত স্টুডিও', তদন্তে রাজ্যে বিশেষ দল

পাটনার প্ল্যাটফর্মে আচমকা পর্ন ভিডিও চলতে শুরু করায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল শয়ে শয়ে মানুষকে। ওই ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়েছে। বিষয়টিতে নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। ওই পর্ন ক্লিপটি সম্প্রচারের জন্য অভিযুক্ত সংস্থার সঙ্গে  সমস্ত চুক্তি বাতিল করল রেল। সেইসঙ্গে কলকাতার ওই সংস্থাটিকে ব্ল্যাকলিস্টেড করেছে রেল।

Advertisement
হাইলাইটস
  • পাটনার প্ল্যাটফর্মে আচমকা পর্ন ভিডিও চলতে শুরু করায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল শয়ে শয়ে মানুষকে।
  • ওই ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়েছে।

পাটনার প্ল্যাটফর্মে আচমকা পর্ন ভিডিও চলতে শুরু করায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল শয়ে শয়ে মানুষকে। ওই ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়েছে। বিষয়টিতে নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। ওই পর্ন ক্লিপটি সম্প্রচারের জন্য অভিযুক্ত সংস্থার সঙ্গে  সমস্ত চুক্তি বাতিল করল রেল। সেইসঙ্গে কলকাতার ওই সংস্থাটিকে ব্ল্যাকলিস্টেড করেছে রেল।

ইসিআর-এর মুখপাত্র বীরেন্দ্র কুমার বলেছেন যে, ভারতীয়  রেলওয়ে ডিসপ্লে স্ক্রিনে পর্নোগ্রাফিক সামগ্রী সম্প্রচারের জন্য অভিযুক্ত সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক এবং চুক্তি ছিন্ন করা হয়েছে। কলকাতা ভিত্তিক পরিষেবা প্রদানকারী দত্ত স্টুডিওর বিরুদ্ধে দুটি আলাদা এফআইআরও করা হয়েছে। এর মধ্যে একটি এফআইআর রেজিস্ট্রি করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), অন্যটি জিআরপি আইটি আইনের ধারায়। জানা গেছে, রেলওয়ে পুলিশের (জিআরপি) একটি দল পাটনা থেকে এ রাজ্যে ঘটনার তদন্তে আসবে। 

আরও পড়ুন-মডেলিং-ছবি করতেন শ্বেতা, পারিশ্রমিক হিসেবেই গাড়ি দিয়েছিল 'মামা' অয়ন

কলকাতা-ভিত্তিক দত্ত স্টুডিও দ্বারা পরিচালিত সমস্ত টিভি স্ক্রিন অবিলম্বে সরিয়ে দেওয়ার কাজও শুরু করেছে রেল। পর্ন চালানোর ঘটনাকে ‘চূড়ান্ত লজ্জাজনক’ হিসাবেই বর্ণনা করেছেন রেল কর্মকর্তারা।

ভরা প্ল্যাটফর্মে আচমকাই প্ল্যাটফর্মের টিভিতে শুরু হল অশ্লীল ভিডিও। প্রায় মিনিট তিনেক তারস্বরে চলে ওই ভিডিও। শিৎকারের আওয়াজে ট্রেনের ঘোষণা শুনতেই পাননি অনেক যাত্রী।

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯.৩০তে বিহারের পাটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে। এই ঘটনায় বিব্রত যাত্রীরা সমবেত অভিযোগ জানিয়েছেন জিআরপি এবং আরপিএফের কাছে। তবে টিভিতে দেখানো সেই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে টুইটারে। সাধারণত এই ধরণের বিজ্ঞাপনগুলি কোন একটি এজেন্সির মাধ্যমে চালানো হয় প্ল্যাটফর্ম টিভিতে। এক্ষেত্রে দত্ত স্টুডিও নামে কলকাতার এক এজেন্সির ওপরেই ছিল ভার। 

 

Advertisement
Advertisement