scorecardresearch
 

Power cut in Kolkata: '৩টে AC লাগিয়েছেন, অথচ লোড বাড়াননি,' লোডশেডিংয়ে গ্রাহকদেরই দায়ী করলেন বিদ্যুত্‍মন্ত্রী

তীব্র গরমের মধ্যে রাতে লোডশেডিংয়ের কারণে নাজেহাল সাধারণ মানুষ। কলকাতা ও শহরতলির বিভিন্ন জায়গায় রাতের দিকে কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ।

Advertisement
রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস
হাইলাইটস
  • কয়েকদিন ধরেই রাতে লোডশেডিং হচ্ছে
  • যদিও লোডশেডিংয়ের কারণ হিসেবে অতিরিক্ত লোডকেই দায়ী করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

তীব্র গরমের মধ্যে রাতে লোডশেডিংয়ের কারণে নাজেহাল সাধারণ মানুষ। কলকাতা ও শহরতলির বিভিন্ন জায়গায় রাতের দিকে কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ। যদিও লোডশেডিংয়ের কারণ হিসেবে অতিরিক্ত লোডকেই দায়ী করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর দাবি, প্রতিটি বাড়িতে বিদ্যুতের যে পরিমাণ লোড নেওয়া আছে, তার থেকে বেশি লোড চাপছে। তিনি স্পষ্টতই অতিরিক্ত এসি ব্যবহারের দিকেই আঙুল তুলেছেন।

আজ নব মহাকরণে অরূপ বিশ্বাস বলেন, 'রাজ্যে বিদ্যুতের কোনও ঘাটতি নেই। এটা তো সিস্টেমের সমস্যা। লোড নিয়েছেন এক কিলোওয়াট। তখন একটা এসি ও একটা ফ্রিজের জন্য লোড নিয়েছেন। আপনার প্রয়োজনে বাড়িতে তিনটে এসি লাগিয়েছেন,  দুটো ওয়াশিং মেশিন লাগিয়েছেন। আরও আনুসাঙ্গিক সরঞ্জাম লাগিয়েছেন। অথচ লোডটা বাড়াননি। ট্রান্সফর্মার তো একটাই। যত লোড, সেটা হিসেবে করে ট্রান্সফর্মার আসছে। যখন লোড বাড়ছে তখন তো পুড়বেই।'

এরপরই মন্ত্রী আরও বলেন, 'আমরা তো প্রচার করেছি যে লোড বাড়ান। বিদ্যুতের কোনও অভাব নেই রাজ্যে। বিদ্যুৎ উৎপাদনে পশ্চিমবঙ্গে এক নম্বর। আমরা শুধু ডিভিসে-কে হারায়নি, টাটা পাওয়ার, আদামি পাওয়ার, আম্বানি পাওয়ারকেও হারিয়েছি। এখন সরকার ও সিইএসসি কঠোর হলে লোড বেশি নেওয়ার জন্য আপনার লাইনটা কেটে দিতে হবে। আমাদের সরকার মানবিক সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। তাই আমরা সরকারের তরফে আবেদন করছি লোড বাড়িয়ে নেওয়ার জন্য। তাতে সবার সমস্যা মিটবে। শুধু একজনের লোডের কারণে একটা গোটা অঞ্চল সাফার করছে। বিদ্যুতের অভাব পশ্চিমবঙ্গে নেই, আগামী ১০০ বছরেও থাকবে না।' 

আরও পড়ুন

Advertisement